প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ম্যাচ চলাকালীন একটি গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করে ‘নো বল’ ডাক পায় মুম্বই। ঘটনাটি ঘটে দিল্লির ইনিংসের পঞ্চম ওভারে, যখন অভিষেক পোড়েলকে আউট করেন উইল জ্যাকস। ঠিক তার পরের বলেই আম্পায়ার ‘নো বল’ ঘোষণা করেন, যদিও বল বৈধ ছিল—না ছিল জাম্পিং, না উচ্চতা।
পরবর্তীতে জানা যায়, ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভেঙেছিল মুম্বই। আইপিএলের নিয়ম অনুযায়ী (ধারা ২৮.৪.১), বল করার সময় অন সাইডে সর্বাধিক পাঁচজন ফিল্ডার থাকতে পারেন। অর্থাৎ অফ সাইডে কমপক্ষে চারজন ফিল্ডার থাকা বাধ্যতামূলক। মুম্বই সেই নিয়ম মানেনি, তারা অফ সাইডে রেখেছিল মাত্র তিনজন ফিল্ডার, যার ফলে আম্পায়ার ‘নো বল’ ডাকতে বাধ্য হন।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচ নির্বিঘ্নে শেষ হয়। মুম্বইয়ের জয়ে বড় অবদান রাখেন সূর্যকুমার যাদব, যিনি ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছয়। দিল্লির হয়ে খেলতে পারেননি অসুস্থ অক্ষর পটেল, যার অভাব স্পষ্ট হয়েছে ম্যাচে।
এই ম্যাচে স্পিনাররাই ছিলেন মূল ভরসা। মুম্বইয়ের হয়ে মিচেল স্যান্টনার এবং উইল জ্যাকস বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জয় নিশ্চিত করে মুম্বই আইপিএলের পরবর্তী ধাপে পৌঁছে গেলেও নিয়ম ভঙ্গের ঘটনা আলোচনায় উঠে এসেছে।