প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও অস্থির পরিস্থিতির মুখে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠেছে চট্টগ্রাম বন্দর বিক্রির চেষ্টার অভিযোগ। এই অভিযোগ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও প্রতিবাদ।

১৪ মে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শনে গিয়ে ইউনূস বলেন, “চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। একে সঠিকভাবে কাজে লাগালে দেশের অর্থনীতি বিশাল হতে পারে।” তিনি বন্দরের উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান।

রাষ্ট্রবাদী ও সঠিক খবরের নিয়মিত আপডেট পেতে যোগ দিন আমাদের WhatsApp গ্রূপে।

তবে এখানেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, এই বন্দর বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন ইউনূস। বিশেষ করে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড নামক সংস্থার সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দাবি, নিউমুরিং টার্মিনালটি তাদেরকেই লিজে দেওয়া হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

এই খবর সামনে আসতেই দেশের একাংশ ক্ষোভে ফেটে পড়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়েছে। প্রতিবাদকারীদের বক্তব্য, একটি কৌশলগত সম্পদ বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না। তাঁরা মনে করছেন, এই ধরনের সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে, অন্তর্বর্তী সরকারের পক্ষে নয়।

তাঁরা আরও প্রশ্ন তুলছেন—যে ডিপি ওয়ার্ল্ডকে ২০০৬ সালে আমেরিকা পর্যন্ত বিশ্বাস করেনি, সেই সংস্থাকে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব কেন দেওয়া হচ্ছে? এই সিদ্ধান্ত ঘিরে চট্টগ্রাম থেকে ঢাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েন।