প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায় এখনো কার্যকর না হলেও, তার আগেই সরকার কর্মীদের মুখে হাসি ফোটাল। রাজ্যের শ্রম দফতর একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, অস্থায়ী সরকারি কর্মীদের দৈনিক মজুরি বাড়ানো হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, এক ধাক্কায় দৈনিক ২২ টাকা করে মজুরি বাড়বে। ফলে লাভবান হবেন অস্থায়ী গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং গাড়ি চালকসহ অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা। নতুন হারে, গ্রুপ-ডি কর্মীদের দৈনিক মজুরি এখন হবে ₹৪৮৭, গাড়ি চালকদের ₹৪৯৭ এবং গ্রুপ-সি কর্মীদের ₹৪৯৮।

রাষ্ট্রবাদী ও সঠিক খবরের নিয়মিত আপডেট পেতে যোগ দিন আমাদের WhatsApp গ্রূপে।

এর আগে, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আগামী ৬ সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তার আগেই এই মজুরি বৃদ্ধির ঘোষণা কর্মীদের মন জয় করেছে। এদিকে, যদিও অনেক কর্মী অভিযোগ করছেন যে মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি অনেক সময় দেরিতে জারি হয়, যার ফলে বেতন পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়, তবু আপাতত এই সিদ্ধান্তে খুশি অস্থায়ী কর্মীরা।

তাঁরা আশা করছেন, আগামী দিনে সরকার আরও দ্রুত পদক্ষেপ নেবে। সার্বিকভাবে, এই ঘোষণা পশ্চিমবঙ্গের হাজার হাজার অস্থায়ী সরকারি কর্মীদের জন্য এক বড় স্বস্তির খবর, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাঁদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি আনবে।