প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সিন্ধু জলবণ্টন চুক্তিকে ঘিরে ফের ভারতকে হুমকি দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি এক অনুষ্ঠানে বলেন, “আপনারা যদি আমাদের জল আটকে দেন, তাহলে আমরা আপনাদের নিঃশ্বাস বন্ধ করে দেব।” এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদকেও একইরকম হুমকি দিতে দেখা গিয়েছিল এক ভাইরাল ভিডিওতে।
এই ধরনের মন্তব্যকে ভারতের পক্ষ থেকে প্ররোচনামূলক এবং জঙ্গি-সেনা আঁতাঁতের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখযোগ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন শহিদ হন। এই ঘটনার পেছনে পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে বলে সন্দেহ। এরপরই ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী, সিন্ধু ও তার উপনদীগুলির জল বণ্টন নিয়ে নিয়মিত তথ্য আদানপ্রদান করার কথা ছিল দুই দেশের মধ্যে।
ভারত পহেলগাঁও হামলার পর স্পষ্ট জানিয়েছে, “রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না।” ফলে এই কূটনৈতিক অবস্থানে পড়ে কিছুটা চাপে ইসলামাবাদ।
এছাড়া, পাকিস্তান পিপল্স পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারিও এর আগে বলেছিলেন, “সিন্ধু আমাদের। জল না এলে ওদের রক্ত বইবে।” এখন পাক সেনার মুখপাত্রও একই হুমকি দেওয়ায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে।