প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলনের জেরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার এনআইএ-র (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) তলব পেলেন দুই আন্দোলনকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ এই সংস্থা সাগরপাড়া থানার অধীনে খয়েরমারি গ্রামের হাবিবুর রহমান ও সাহেবনগরের গোলাম কিবরিয়াকে নোটিশ পাঠিয়েছে।

সম্প্রতি হাবিবুর রহমানের নেতৃত্বে ওয়াকফ বিল বিরোধী এক মিছিল হয়, যা স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এরপরই এনআইএ তাঁর কাছে হাজিরার নির্দেশ পাঠায়। হাবিবুর জানান, ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা তিনি জানেন না, তবে তিনি সব রকম আইনি সহযোগিতা করবেন।

রাষ্ট্রবাদী ও সঠিক খবরের নিয়মিত আপডেট পেতে যোগ দিন আমাদের WhatsApp গ্রূপে।

অন্যদিকে গোলাম কিবরিয়ার পরিবারের দাবি, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং কোনো বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর স্ত্রী জানান, এটি তাঁর স্বামীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। কেউ ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।

এই ঘটনার পটভূমিতে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের ফল। তদন্ত রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে হিংসা ছড়ানো হয়েছে।

এই পরিস্থিতিতে এনআইএ-র হস্তক্ষেপ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যান, বাংলায় নয়।” তা সত্ত্বেও কেন্দ্রের তরফে এমন পদক্ষেপ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।