প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা দেশের মধ্যে একমাত্র বাংলা অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এমনকি তাদের অভিযোগ সত্যি করে মাঝেমধ্যেই বাংলায় অবৈধ বাংলাদেশিদের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। আর এবার নদীয়া পুলিশ সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে ১০ জন বাংলাদেশি এপারে আসতেই তাদের গ্রেপ্তার করা হলো। এমনকি তাদের গ্রেপ্তার করার পরেই উঠে এলো ভয়ংকর তথ্য।
জানা গিয়েছে, একটি বিশেষ জায়গা থেকে গোপন খবরের ভিত্তিতেই এই ১০ জন বাংলাদেশীকে গ্রেফতার করে পুলিশ। মূলত, ধনতলা থানার কুলগাছি গ্রামে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। যেখানে যে সমস্ত বাংলাদেশি এপারে কাঁটাতারের বেড়া ভেঙে এসেছিল, তারা প্রথমে এক দালালকে কিছু টাকা দিয়ে গুজরাটে যায়। তারপর সেখান থেকে নদীয়ায় ফিরে এসে আবার বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করে। আর তার মধ্যেই তাদের গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের রানাঘাট আদালতে নিয়ে যাওয়া হলে হেফাজতে চেয়েছে পুলিশ।
একাংশ বলছেন, বাংলাদেশীদের স্বর্গরাজ্য যে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে দালাল চক্রের মাধ্যমে যেভাবে বাংলাদেশিরা বাংলায় আসছে, তা রীতিমত ভয়ংকর। এই দালাল চক্রের পেছনে কারা রয়েছে, সেটাই এখন খুঁজে বের করা উচিত প্রশাসনের। তা না হলে আগামী দিনে এই দালালদের গতিবিধি যদি বাড়তে শুরু করে, তাহলে বাংলার দ্বিতীয় বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না বলেই দাবি বিরোধীদের।