প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যে কলকাতা হাইকোর্ট আছে বলেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা সুবিচার পায় বারবার জনতার মধ্যে থেকেই সেই কথা উঠে এসেছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চরম পদক্ষেপ গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। যাকে কেন্দ্র করে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত যারা কর্মীরা রয়েছেন, তাদের প্রভিডেন্ট ফান্ডের এখনও প্রচুর টাকা বকেয়া রয়েছে। আর সেই বিষয় নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা হয়। আর সেই মামলাতেই বড় নির্দেশ দেয় আদালত। যেখানে সিএসটিসির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। যেখানে আগামী জুলাই মাসের ৪ তারিখ তাদের হাইকোর্টে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিরোধীদের দাবি, কলকাতা হাইকোর্ট আছে বলেই একের পর এক আইনি জটিলতার পথ খুলছে। সাধারণ মানুষ সুবিচার পাচ্ছেন। এক্ষেত্রেও আদালত নতুন পথের সন্ধান দিয়েছে। এবার অন্যান্য বিষয়ের মত কলকাতা হাইকোর্টে এই বিষয়েও পর্দাফাঁস হয়ে যাবে রাজ্যের। আগামী দিনে আরও বড় সমস্যার মুখে পড়তে হবে এই তৃণমূল সরকারকে বলেই দাবি করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, আদালতের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে গায়ের জোরে যা ইচ্ছা তাই করা শাসক নেতাদের বাড়াবাড়ি অনেকটাই বন্ধ হবে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এতদিন ধরে মেটায়নি রাজ্য, এবার কেন সেই টাকা মেটানো হয়নি, তা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হবে মদন মিত্র সহ একাধিক ব্যক্তিকে।