প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানকে অপারেশন সিঁদুর চালিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। কিন্তু তারপরেও পাকিস্তান সীমান্তে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। তবে দুই দেশের মধ্যে বর্তমানে সংঘর্ষ বিরতি চলছে। মুখে যতই পাকিস্তান বড় বড় কথা বলুক, বাস্তবে যে ভারতের অপারেশন সিঁদুরে তারা নাজেহাল হয়ে গিয়েছে, তা স্পষ্ট। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যদি আবার পাঁয়তারা করার চেষ্টা করে, তাহলে জন্য অপেক্ষা করছে ভয়ংকর ডোজ। এদিন তেমনটাই ইঙ্গিত দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, এদিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি বলেন, “কচ্ছের পবিত্র ভূমি থেকে আমি পাকিস্তানের নাগরিকদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আসলে কি পেয়েছেন? আপনারা যে অবস্থায় বাস করছেন, তা দেখুন। নিজেদের জিজ্ঞাসা করুন, কে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করেছে? এটা সন্ত্রাসবাদ। পাকিস্তান সেনাবাহিনী তাদের নিজস্ব এজেন্ডা চালায় এবং পাকিস্তানের শিশুদের সত্য জানা উচিত।”

তবে এখানেই থেমে থাকেননি ভারতের প্রধানমন্ত্রী। এর পরেই তিনি পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, এরপর যদি পাকিস্তান কিছু করতে আসে, তাহলে ভারত নেবে চরম পদক্ষেপ। এদিন নরেন্দ্র মোদী বলেন, “সুখ চেনে বাচো, রুটি খাও। নইলে আমার গুলি তো আছেই।” একাংশ বলছেন, ভারত অনেক বেশি পাকিস্তানের বদমাইশি সহ্য করেছে। কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলার পর আর পাকিস্তানকে রেয়াত করা হয়নি। তবে এখনও পাকিস্তানের মধ্য থেকে মাঝেমধ্যেই আসছে হুমকি। তাই এই সমস্ত হুমকি বন্ধ করে পাকিস্তান যদি শুধরে যায়, তাহলে ভালো। আর যদি না শুধরে যায়, তাহলে তাদের জন্য ভারত যা করবে, তাতে পাকিস্তানের আর ঘুরে দাড়ানোর মত সাহস থাকবে না।