প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় কাশ্মীরে নিরীহ পর্যটকদের ধর্ম জেনে তারপর তাদের গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল জঙ্গিদের বিরুদ্ধে। তারপর ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। মাঝেমধ্যেই চিন্তা তৈরি হচ্ছে যে, আবার ভারতে জঙ্গু উপদ্রব শুরু হবে না তো? পাকিস্তান কোনো চক্রান্ত করবে না তো? আর এই সব চিন্তার মধ্যেই এবার আমেরিকায় ঘটে গেল ভয়ংকর ঘটনা। যেখানে বন্দুকবাজার হামলায় আহত হলেন ১১ জন মানুষ।

জানা গিয়েছে, রবিবার আমেরিকার সময় অনুযায়ী তখন ঘড়িতে বাজে রাত সাড়ে নটা। আর সেই সময় দক্ষিণ ক্যারোলিনায় লিটিল লিভার এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। আর সেই অনুষ্ঠানেই একটি নৌকা লক্ষ্য করে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যে ঘটনায় আহত হন ১১ জন মানুষ। ইতিমধ্যেই তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কি উদ্দেশ্যে এই গুলি চালানো হলো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ইতিমধ্যেই এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “অনুষ্ঠান চলাকালীন ইচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়েছে। ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। খুব শীঘ্রই হামলাকারীকে গ্রেপ্তার করা হবে।”বিশেষজ্ঞদের মতে, আমেরিকার মতো দেশে এই ধরনের ঘটনা যথেষ্ট চিন্তা জনক। এমনিতেও ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সকলে। আর তার মধ্যে আমেরিকায় একটি অনুষ্ঠানে যেভাবে এলোপাথাড়ি গুলি চালালো বন্দুকবাজ, তাতে প্রশ্ন উঠছে, দেশের ভেতরের কেউ, নাকি বর্হিশত্রুরা আক্রমণ করলো?