প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-পাক যুদ্ধের আবহে মাঝেমধ্যেই গুলির লড়াই শুনতে পাওয়া যেত। তবে দুই দেশের মধ্যে বর্তমানে সংঘর্ষ বিরতি চলছে। আর তার মধ্যেই এবার গাঁজাকে কড়া জবাব দিয়ে ইজরায়েলের পক্ষ থেকে চালানো হলো ভয়ংকর অভিযান। যেখানে প্রাণ হারালেন প্রায় ৪৪ জন ব্যক্তি। যার মধ্যে রয়েছে প্রচুর শিশু।

জানা গিয়েছে, রবিবার গাঁজার স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় ইজরায়েল সেনার পক্ষ থেকে বোমাবর্ষণ করা হয়। আর সেখানেই প্রাণ হারান ৪৪ জন মানুষ। আহত হয়েছেন প্রায় ৬৬ জন মানুষ। কিন্তু কি কারনে ইজরায়েল সেনা এই পদক্ষেপ নিলো? তাদের বক্তব্য, এখানেই লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। আর সেই কারণেই তাদের নিকেশ করতেই এই অ্যাকশন শুরু করা হয়েছে। বলা বাহুল্য, বেশ অনেকদিন ধরেই গাজার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইজরায়ল। তাদের কড়া সবক শেখাচ্ছে তারা। আর তার মধ্যেই এবার হামাস জঙ্গিদের সম্পূর্ণরূপে নিকেশ করতে ইজরায়েল সেনার পক্ষ থেকে চালানো হলো ভয়ংকর অভিযান।

যদিও বা ইতিমধ্যেই হামাস আমেরিকার প্রস্তাব অনুযায়ী ৭০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এদিন এই প্রসঙ্গে প্যালেস্টাইনের এক আধিকারিক বলেন, “হামাস ৭০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি। এর বদলে তারা ১০ জন ইজরায়েল বন্দিকে দুই দফায় মুক্তি দেবে।” বিশেষজ্ঞরা বলছেন, পারস্পারিক চুক্তিবদ্ধ পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে অনেকটাই শান্ত থাকবে এলাকা। কিন্তু এরপরেও যদি হামাস শর্ত ভঙ্গ করে, তাহলে ইজরায়েলের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হবে। আর তাতে গাজার পরিস্থিতি মাটিতে মিশে যাওয়ার মত হবে বলেই মনে করা হচ্ছে। তাই হামাস কতটা তাদের শর্ত পূরণ করে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।