প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধের মত পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনও দেশের মধ্যে থাকা বেশ কিছু গদ্দারকে লক্ষ্য করা যায়। যারা পাকিস্তানের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন। ইতিমধ্যেই তাদেরকে সাধারন মানুষ সবক শিখিয়ে দিয়েছে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় “পাকিস্তান জিন্দাবাদ” পোস্ট করার কারণে ৬২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল হাইকোর্ট। যেখানে আদালতের পক্ষ থেকে দেশে থেকে দেশবিরোধী কাজ এবং ভারত বিরোধী মনোভাব নিয়ে উদ্বেগ জনক মনোভাব পোষন করা হয়েছে। কি ঘটনা ঘটেছে?
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় “পাকিস্তান জিন্দাবাদ” পোস্ট করেছিলেন ৬২ বছরের আনসার আহমেদ সিদ্দিকী। আর এর পরিপ্রেক্ষিতেই তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এদিন আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, “দেশবিরোধী বিষয়গুলোর প্রতি বিচারবিভাগ যে সহনশীলতা প্রদর্শন করেছে, তার ফলে এই ধরনের মামলা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই দেশে এই ধরনের অপরাধ সংগঠন একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠছে। কারণ আদালত দেশবিরোধী মনোভাব সম্পন্ন ব্যক্তিদের এই ধরনের কাজের প্রতি উদার এবং সহনশীল। এই পর্যায়ে আবেদনকারীকে জামিনে বর্ধিত করা উপযুক্ত মামলা নয়।” বিচারপতি আরও বলেন, “সংবিধানের আর্টিকেল ৫১ A (a)অনুযায়ী সংবিধান মেনে চলা এবং তার প্রতিটি ধ্যান-ধারণা ও প্রতিষ্ঠানকে সম্মান দেখানো ছাড়াও জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষার সঙ্গে দেশের অখন্ডতা, একতার নীতি অনুসরণ করে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য।”
একাংশ বলছেন, দেশের মধ্যে বেশ কিছু শত্রু, যারা পাকিস্থানের বন্ধু হয়ে রয়েছে, তারাই ভারতের সবথেকে বড় ক্ষতি করছে। পাকিস্তান তো ভারতের শত্রু দেশ, এটা সকলের কাছেই পরিষ্কার। কিন্তু পাকিস্তানের কাছে দেশের গোপন খবর পৌঁছে দেওয়া এবং পাকিস্তান প্রীতি ভারতের মধ্যে থাকা কিছু মানুষের মধ্যে থাকার কারণেই আজ মাঝেমধ্যেই সমস্যার মধ্যে পড়ছে ভারত। তাই এক্ষেত্রে আদালতের এই কড়া পদক্ষেপ অত্যন্ত প্রশংসার দাবি রাখে। ভারতে থেকে, দেশে থেকে দেশবিরোধী কাজ কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। তাই এলাহাবাদ হাইকোর্ট “পাকিস্তান জিন্দাবাদ” পোস্ট করার কারণে দেশবিরোধী মনোভাবের জন্য ৬২ বছরের অভিযোগের জামিন খারিজ করে দিয়ে দেশে থাকা বাকি গদ্দার এবং ভারত বিরোধী ব্যাক্তিদের বার্তা দেওয়ার চেষ্টা করলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।