প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এবার রাজ্যে আক্রান্ত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যেখানে তার গাড়িকে লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। কিন্তু কোথায় এই ঘটনা ঘটেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বোতল? গোটা ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও চরমে উঠতে শুরু করেছে।
বলা বাহুল্য, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক হেভিওয়েটদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। দেশের হাইপ্রোফাইল ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিরাপত্তায় যাতে কোথাও কোনো গাফিলতি না থাকে, তার জন্য সতর্ক থাকে প্রশাসন। কিন্তু এতসবের পরেও সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি কর্মসূচিতে যাওয়ার পথে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গাড়ি লক্ষ্য করে একটি সবুজ রংয়ের বোতল ছোড়া হয়। যদিও বা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু মিডিয়া। তবে গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। কিন্তু এত যখন নিরাপত্তা রয়েছে, তখন আসামের মুখ্যমন্ত্রীর কনভয়কে উদ্দেশ্য করে এই বোতলকে ছুড়লো? এটা কি পরিকল্পনা মাফিক! নাকি ভুল করে এই ধরনের ঘটনা ঘটেছে, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
ইতিমধ্যেই গোটা বিষয়ে সোচ্চার হয়েছেন আসামের মন্ত্রী পীযুষ হাজারিকা। তিনি বলেন, “কংগ্রেস কর্মীরা এভাবেই আসামের গণতন্ত্রের ওপর হামলা চালাচ্ছে। আজ ওদের কর্মীরা বোতল ছুড়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। আগামীকাল এরাই গ্রেনেড ছুড়বে। এইসব লোকেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। কোনোভাবেই হামলা কারীকে ছাড়া হবে না। আইনি পথেই এদের উচিত শিক্ষা দিতে হবে।” যদিও বা কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির এক মন্ত্রী অভিযোগ তুললেও, সেই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি হাত শিবির। তবে গোটা ঘটনা যে অত্যন্ত স্পর্শকাতর, এইভাবে মুখ্যমন্ত্রীর কনভয় যখন যাচ্ছে, তখন বোতল ছোড়াকে যে স্বাভাবিকভাবে নিতে পারছেন না কেউই, তা বলার অপেক্ষা রাখে না। তাই শেষ পর্যন্ত তদন্তে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।