প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নরেন্দ্র মোদী এমন একজন রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিত্ব যে, তার একের পর এক পদক্ষেপ রীতিমত ভয় ধরাচ্ছে শত্রু দেশগুলির মধ্যে। ইতিমধ্যেই পাকিস্তান অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে কড়া জবাব পেয়েছে ভারতের পক্ষ থেকে। আর এবার ভারতে এমন এক বিষয়ের সূচনা করলেন সেই নরেন্দ্র মোদী, যার ফলে ভয়ে কাঁপতে শুরু করেছে সেই পাকিস্তান এবং চীন। আর এখানেই প্রশ্ন, কি এমন করলেন মোদী, যার ফলে এই সমস্ত দেশগুলি চিন্তায় পড়ে গিয়েছে? জানা গিয়েছে, এর প্রধান কারণ হচ্ছে ভারতের চেনাব রেল ব্রিজ। ইতিমধ্যেই তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই রেল ব্রিজ নিয়েই সব থেকে বেশি উদ্বেগ তৈরি হয়েছে শত্রু দেশগুলির মধ্যে।

জানা গিয়েছে, এই চেনাব রেল ব্রিজ, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, তা ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ। কেননা আইফেল টাওয়ারের থেকেও এর উচ্চতা রয়েছে। আর পাকিস্তান এবং চীন এই রেল ব্রিজ নিয়ে যথেষ্ট চিন্তিত, তার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। কেননা অতীতে দেখা যেত যে, কাশ্মীরে খারাপ আবহাওয়ার সময় সেনাবাহিনী ঠিকমত পদক্ষেপ নিতে পারত না। কিন্তু এই রেল ব্রিজ উদ্বোধন হওয়ার ফলে সেনাবাহিনী সঠিক সময়ে দ্রুত সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে। যার ফলে শত্রু দেশগুলি বিভিন্ন পরিকল্পনা এবং চক্রান্ত করার চেষ্টা করলেও, তার সবটাই ব্যর্থ হয়ে যেতে পারে। এদিকে এই ব্রিজের উদ্বোধন হতেই চীনের পক্ষ থেকে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তারা সমস্ত রকম তথ্য সংগ্রহ করতে শুরু করেছে যাতে তারা গোটা প্রক্রিয়ার উপর নজর রাখতে পারে। তবে যে ব্রিজ উদ্বোধন করে দিয়েছেন প্রধানমন্ত্রী, তা সামরিক সুরক্ষার ক্ষেত্রে তো বটেই। এমনকি প্রতিবেশী দেশগুলো যদি ভারতের বিরুদ্ধে কোনোরূপ চক্রান্ত করে, তাহলে তাদের সেই চক্রান্ত ব্যর্থ করার জন্য সেনাবাহিনী সহজেই পদক্ষেপ নিতে পারবে বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই চেনাব রেল ব্রিজের উদ্বোধন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এর ফলে মূলত শত্রু দেশগুলিকে শায়েস্তা করা অনেকটাই সম্ভব হবে ভারতের পক্ষে। পাশাপাশি ভারতের বাণিজ্য পর্যটনেও বাড়তি সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার পর শত্রু দেশগুলি ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। তবে এই রেল ব্রিজ উদ্বোধন হয়ে যাওয়ার পর তারা যতই কৌশল তৈরি করুক না ভারতের বিরুদ্ধে, তাদের সেই সমস্ত কৌশলকে অনেকটাই ভেস্তে দেওয়া সম্ভব হবে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, নরেন্দ্র মোদী দেশের সুরক্ষার কথা সবার আগে ভাবেন। তাই দেশের সুরক্ষার জন্য তার এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে মোদীর একের পর এক পদক্ষেপ যে কতটা ভয় ধরাচ্ছে শত্রু দেশগুলির মধ্যে, তা তো চীন এবং পাকিস্তানের এই চেনাব রেল ব্রিজ উদ্বোধনের মধ্যে দিয়েই যে ভয় গ্রাস করেছে, তার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে শত্রু দেশগুলির মুখে ঝামা ঘষে দিয়ে ভারত যে পদক্ষেপ নেবে, তা বলার অপেক্ষা রাখে না। আর দিনের শেষে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, ভারতের প্রধানমন্ত্রী ভারতের উন্নতির জন্য পদক্ষেপ নেওয়ার ফলে যারা ভারতের ক্ষতি চায়, সেই শত্রু দেশগুলি রীতিমত থরথর করে কাঁপতে শুরু করেছে।