প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জাতীয় স্বার্থে কেন্দ্রীয় সরকারের পাশে পাকিস্তানকে জবাব দিতে সকলেই একত্রিত ছিলেন। তবে বর্তমানে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দল গঠন করা হয়েছে, তখন সেখানে তৃণমূলের পক্ষ থেকে ইউসুফ পাঠানকে রাখা হলেও তা নিয়ে সম্মতি প্রকাশ করেনি তৃণমূল।
যার ফলে দেশ যখন এক, যখন সন্ত্রাসবাদকে জবাব দিতে কমিটি গঠন করেছে কেন্দ্র, তখন তৃণমূলের সাংসদকে রাখা হলেও তাদের এত আপত্তি কেন, তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই বলছেন, তৃণমূল এই পদক্ষেপের মধ্যে দিয়েই আরও একবার বুঝিয়ে দিয়েছে, তারা দেশের স্বার্থে কাজ করছে না। আর এই পরিস্থিতিতে এবার পহেলগাঁও নিয়ে কেন্দ্রীয় সরকারকে সমর্থন জানিয়েছে তৃণমূল বলে বড় মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এদিন দিল্লি যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসই রাজনীতির উর্ধ্বে উঠে পহেলগাঁও ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে সব রকম সমর্থন জানিয়েছে।”
অর্থাৎ বর্তমানে যখন কেন্দ্রের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়ার জন্য প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং সেখানে তৃণমূলের এক সাংসদকে রাখা হলেও তৃণমূল তার বিরোধিতা করছে, তখন তৃণমূলের বিরুদ্ধেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তাই নিজেদের বিরুদ্ধে ওঠা প্রশ্নের জবাব দিতেই এমন মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।