প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের আন্দোলনকে যখন তৃণমূলের পক্ষ থেকে কেউ “নাটক”, আবার কেউ “ক্যাম লুক” বলে কটাক্ষ করছেন, ঠিক তখনই আন্দোলন নিয়ে কোনোরূপ মন্তব্য করলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে আন্দোলনকে রাজনৈতিকভাবে রাঙিয়ে দেওয়া মোটেই কাম্য নয় বলেই জানিয়ে দিলেন তিনি। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন চাকরিহারাদের আন্দোলন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সকলের রয়েছে। বাংলা বলে নয়, ভারতের প্রত্যেক রাজ্যেই এই অধিকার রয়েছে। কিন্তু আমি কোনোভাবেই সেই আন্দোলনকে ছোট করব না। আমি চাই না, কোনোভাবেই এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক।” আর তৃণমূলের পক্ষ থেকে যখন অনেক নেতা মন্ত্রী বিকাশ ভবনে চাকরিহারাদের আন্দোলনকে কটাক্ষ করছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।