প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল মানেই পরিবারবাদ, নিজের পরিবার ছাড়া আর কিছুই বোঝেন না তৃণমূল নেতারা। তাদের স্বার্থ সুরক্ষিত যেখানে থাকবে, সেখানেই তৃণমূল নেতারা সব থেকে বেশি কাজ করেন এবং তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন বলে মাঝেমধ্যেই কটাক্ষ করে বিরোধীরা। আর এবার বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই নিজের মেয়ের জন্মদিনের আগে এবার গোটা কলকাতার শহর জুড়ে ঝকঝকে রাস্তা উপহার দিতে চাইছেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিম। শুধু তাই নয়, এক্ষেত্রে একটি রাস্তাও খারাপ দেখলে ডিজিকে সাসপেন্ড করার মত হুঁশিয়ারিও শোনা গেছে তার গলায়।
জানা গিয়েছে, আগামী ১ জুন ববি হাকিমের মেয়ের জন্মদিন। আর তার আগে শহরবাসীকে তিনি বড়সড় উপহার দিতে চলেছেন। শহরের প্রত্যেকটি রাস্তা যাতে ঝকঝকে থাকে, তার জন্য উদ্যোগ নিয়েছেন তিনি। এদিন এই প্রসঙ্গে মেয়র বলেন, “৩১ এ জুলাইয়ের মধ্যে যে কোনো ভাবেই রাস্তার কাজ শেষ করতে হবে। কেইআইপি এবং কলকাতা পৌরসভার রাস্তা বিভাগ যৌথভাবে কাজ করবে। এরপর আর কোনো কথা শুনব না। ১ তারিখ মেয়ের জন্মদিনে বেরোবো। একটা রাস্তা খারাপ দেখলে, ডিজিকে নিজেকে সাসপেন্ড করব।”
আর ববি হাকিমের এই হুশিয়ারির পরেই কিছুটা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। তারা বলছেন, নিজের মেয়ের জন্মদিনে ববি হাকিম শহরবাসীকে উপহার দিতে চাইছেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু সারা বছর ধরে শহরবাসীকে এই রাস্তায় যেতে যেতে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তখন কোথায় থাকেন ববি হাকিম? তখন কেন দৃষ্টি থাকে না তাদের! তাহলে কি নিজের মেয়ের জন্মদিনে নিজের পরিবারকে ভালো রাখার জন্যই এই উদ্যোগ! সারা বছর ধরে মানুষের জন্য কেন এইরকম উদ্যোগ নিতে দেখা যায় না তাদের?
তবে এতকিছুর পরেও অন্তত শহরবাসীর কথা মাথায় রেখে নিজের মেয়ের জন্মদিন উপলক্ষে যদি ববি হাকিম এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে আখেরে শহরের মানুষেরই লাভ হবে বলেই গোটা বিষয়কে স্বাগত জানাচ্ছে তারা। তবে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে, মন্ত্রীর সামনে ভালো দেখাতে গিয়ে যদি ঝা চকচকে রাস্তায় কিছুদিনের মধ্যেই আবার পিচ উঠতে শুরু করে, তখন মন্ত্রী এভাবেই কড়া বার্তা দেবেন তো! তা নিয়েও প্রশ্ন রয়েছে ওয়াকিবহাল মহলে।