প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে প্রধান দায়িত্ব এবং কর্তব্য জাতীয় নির্বাচনের আয়োজন করা। কিন্তু তিনি সেই সমস্ত কিছু এখনও পর্যন্ত করতে পারেননি। আর সাম্প্রতিককালে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের চাপ দেওয়া থেকে শুরু করে সেনাপ্রধানের হুঁশিয়ারিতে রীতিমত বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন মহম্মদ ইউনুস। নিশ্চিত খবর পাওয়া গিয়েছিল যে, তিনি এবার পদত্যাগ করতে চলেছেন। যার ফলে গোটা বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। তবে এবার এলো আরও বড় খবর।

সূত্রের খবর, বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল চাইছে না যে, মহম্মদ ইউনুস তার পদ থেকে পদত্যাগ করুন। কারণ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব এখন নির্বাচনের আয়োজন করা। তাই তার আগে তিনি পদত্যাগ করলে বাংলাদেশ জুড়ে আরও জটিল পরিস্থিতি হতে পারে। তাই আজই তিনি যাতে পদত্যাগ না করেন, তার জন্য তার সঙ্গে গিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতায় টিকে থাকতে গিয়ে নির্বাচনকে এড়িয়ে যাওয়াই প্রধান সমস্যার কারণ হয়েছে ইউনুসের কাছে। যার ফলে এখন সেনাপ্রধানের পক্ষ থেকেও তার বিরুদ্ধে চাপ আসছে। তাই এখন সেই সমস্ত চাপ সহ্য করতে না পেরে তিনি পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে তিনি পদত্যাগ করলে যে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তা ভেবে এবার তিনি যাতে নির্বাচনের আগে এখনই পদত্যাগ না করেন, তার জন্য তার কাছে আবেদন জানাবে একাধিক রাজনৈতিক দল। আর সেই সমস্ত আবেদনের পরিপ্রেক্ষিতে পদত্যাগ নিয়ে যে সিদ্ধান্ত ইউনুস নিয়ে ফেলেছিলেন, তা কি তিনি বদলাবেন? আপাতত নির্বাচন হওয়ার আগ সময় পর্যন্ত তিনিই কি থাকবেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা? গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।