প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চললেও সম্পর্ক যে একেবারে আদায় কাচকলায়, তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান যদি আবার জঙ্গি কার্যকলাপ শুরু করে তাহলে ভারত যে আবার মুখের মত জবাব দেবে তা জানিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার বালোচিস্তান। আর এবার এক বালোচ নেতার চিঠি পৌঁছে গেল দিল্লিতে নরেন্দ্র মোদির দপ্তরে।
জানা গিয়েছে, বালোচিস্তানের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বালোচ আমেরিকান কংগ্রেসের নেতা তারাচাদ বালোচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন। মূলত, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেখানে যেভাবে বালোচিস্তানের সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি, তা নিয়েই ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বালোচ নেতা।
এদিন ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারাচাঁদ বালোচ। যেখানে তিনি লিখেছেন, “আপনি লালকেল্লার ভাষনে বালোচিস্তানের কথা উল্লেখ করে বিশ্বজুড়ে বালোচ জনগণ পাকিস্তানের দখলে থাকা পরাধীন এবং সন্ত্রাসী জাতি হিসেবে নৈতিক সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।” পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যখন পাকিস্তানে তিক্ততার সম্পর্ক চলছে, তখন পাকিস্তানের সেনাবাহিনীকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে সেই চিঠিতে। যেখানে এই বালোচ নেতা লিখেছেন, “একটি জিহাদি সেনাবাহিনী দ্বারা শাসিত এই দুর্বল ধারণার দেশটি, আমার হাজার হাজার দেশবাসীর নিখোঁজ, নির্যাতন, মৃত্যু এবং বাস্তুচ্যুতির জন্য দায়ী।” শুধু তাই নয়, সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা নিয়েও মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের প্রশংসা করেছেন এই তারাচাঁদ বালোচ।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বালোচিস্তানের এই নেতার ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে আগামী দিনে বালোচিস্তান এমনিতেই পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার রয়েছে, তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তারা ঠিকমতো জোট বাঁধে, তাহলে আগামী দিন পাকিস্তান কিন্তু খুব একটা ভালো জায়গায় থাকবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট মহল। বরঞ্চ তারা এটাই বলছেন যে, আজকে থেকেই পাকিস্তানের চিন্তার আরও প্রকট হলো। এরপর যদি বালোচিস্তান এবং ভারত একত্রিত হয়ে বড় কোনো প্ল্যান নেয়, তাহলে আগামী দিনে ভয়ংকর বিপদের মুখে পড়ে যেতে পারে পাকিস্তান বলেই মত বিশেষজ্ঞদের।