প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হতেই রীতিমত মাথায় বাজ ভেঙে পড়ে তৃনমূল সরকারের। রাস্তায় নামেন যোগ্য চাকরিহারা ব্যক্তিরা। প্রথমে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে, তাদের বিষয়টি ভেবে দেখা হবে। কিন্তু একদিকে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন এবং অন্যদিকে আদালতের নির্দেশ মানতে হবে জন্য নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। তবে এবার সেই বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বড়সড় ধাক্কা দিয়ে ফের কলকাতা হাইকোর্টে দায়ের হতে চলেছে মামলা।

জানা গিয়েছে, এসএসসির যে নতুন বিধি প্রকাশ করেছে রাজ্য, এবার তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই বিষয়েই এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের জন্য অনুমতি চাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। স্বাভাবিক ভাবেই এসএসসির এই নতুন বিজ্ঞপ্তি জারি করেও এবার নয়া ফাঁদে পড়তে চলেছে রাজ্য বলেই মনে করছেন একাংশ। যেখানে মামলার করার কারণ হিসেবে যে বিজ্ঞপ্তি এসএসসি নতুন করে জারি করেছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলেও জানানো হয়েছে।

বিরোধীদের দাবি, এই রাজ্য সরকার যারা যোগ্য, তাদের জীবন সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। কিছু টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে আজকে যারা মেধা দিয়ে পরীক্ষা দিয়েছিলেন, তাদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। সবথেকে বড় এই ঘটনার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এই দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত। আবার নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি জারি করে তৃণমূলের নেতারা হয়ত ভেবেছিল, নতুন করে ব্যবসা শুরু করবে। কিন্তু আদালতে যে মামলা দায়ের হলো, তাতে এবার রাজ্যের মুখে আরও বড় চুনকালি পড়বে বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, এসএসসির এই নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য কিন্তু আরও বড় বিপদের মুখে। যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করার ব্যাপারে অনুমতি পাওয়া গেল, তাতে উভয় সংকটে পড়তে চলেছে তৃণমূল সরকার। এখন দেখার বিষয় যে, কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হতে চলেছে, তার শুনানিতে কি বলে আদালত! তবে আদালত যে নির্দেশই দিক না কেন, নতুন করে ফের মামলা দায়ের হতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ক্ষেত্রে যে একটা বড় ধাক্কা এলো, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।