প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ রাজ্যে হতে চলেছে বহু প্রতীক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। যে সভার দিকে তাকিয়ে গোটা বিজেপির নেতা কর্মীরা। একদিকে প্রশাসনিক এবং একদিকে রাজনৈতিক সভা ঘিরে রীতিমত ফুটছে উত্তরবঙ্গের রাজনৈতিক পারদ। তবে একদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং অন্যদিকে সিকিমে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই তিনি আলিপুরদুয়ারের সভায় অংশ নিয়েছেন। কিন্তু তার আগেই সিকিমে তার যাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেই সফর বাতিল করলেন তিনি।

জানা গিয়েছে, এদিন আলিপুরদুয়ারের জনসভার আগেই সিকিমে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে বর্তমানে আবহাওয়া অত্যন্ত খারাপ রয়েছে। আর সেই কারণেই শেষ মুহূর্তে তার সিকিম যাওয়ার প্রোগ্রামটি ভেস্তে যায়। জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সিকিমের সেই অনুষ্ঠানে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বলা বাহুল্য, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে সেনাবাহিনীর কৃতিত্বের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মাটিতে পা রেখে তিনি কি বার্তা দেন, সেদিকে অবশ্যই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের। মুখিয়ে আছেন বিজেপি নেতা কর্মীরাও। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তারা। আর বিজেপির যেহেতু প্রধান মুখ নরেন্দ্র মোদী, তাই তিনি প্রশাসনিক হোক বা রাজনৈতিক, যে কোনো সভা করতে গেলে যে কোনো রাজ্যের বিজেপি নেতাকর্মীরা যে অত্যন্ত উজ্জীবিত হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষ পর্যন্ত বাংলায় এলেও আবহাওয়া প্রতিকূল থাকার কারণে সিকিমের প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকতে পারলেন না নরেন্দ্র মোদী।