প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। একাধিক রাজ্যে নতুন করে আক্রান্তের হদিস মিলেছে, এমনকি মৃত্যু হয়েছে ২ জন করোনা রোগীরও। পশ্চিমবঙ্গেও মিলেছে আক্রান্তের খোঁজ। ফলে সাধারণ মানুষের মধ্যে আবারও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে— লকডাউন কি আবার ফিরবে?
তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, বেশিরভাগ সংক্রমণই হালকা প্রকৃতির এবং রোগীরা বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। তাই এখনই অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণ নেই।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। এতে ICMR, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও ডিপার্টমেন্ট অব হেলথ রিসার্চ-এর শীর্ষকর্তারা অংশ নেন এবং দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্নাটক রাজ্যে মূলত সংক্রমণের হার বেশি। INSACOG-এর তথ্য অনুযায়ী, নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1 ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ভারতে LF.7 ভ্যারিয়েন্টে আক্রান্ত ৪ জনের খোঁজ মিলেছে। তবে এই ভ্যারিয়েন্টগুলোতে সংক্রমণ তেমন গুরুতর নয়।
সতর্কতার জন্য হাসপাতালগুলিকে অতিরিক্ত বেড ও অক্সিজেন মজুত রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, সিঙ্গাপুর ও হংকং-এও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। তবে এখনও কোনও প্রমাণ মেলেনি যে নতুন ভ্যারিয়েন্টগুলি আগেরগুলির তুলনায় বেশি বিপজ্জনক।
ভারতে বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে JN.1 ভ্যারিয়েন্ট (৫৩% রোগী)। এরপরে রয়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট (২০%)। কেন্দ্র জানিয়েছে, সতর্ক থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না।