প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আরব সাগরে ঘটেছে এক মারাত্মক দুর্ঘটনা। সমুদ্রে ভারসাম্য হারিয়ে হেলে পড়ে একটি লাইবেরিয়ান কন্টেনার জাহাজ – MSC ELSA-3। এতে থাকা একাধিক কনটেনার পড়ে যায় সমুদ্রে, যার মধ্যে ছিল তেল ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ। ফলে কেরল উপকূলে দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা

কেরল রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে— সমুদ্রে নামা থেকে বিরত থাকতে হবে। যদি কোনও কনটেনার বা সন্দেহজনক জিনিস উপকূলে ভেসে আসে, তাহলে তা স্পর্শ না করে সঙ্গে সঙ্গে পুলিশ বা প্রশাসনকে খবর দিতে হবে। তেলের কারণে উপকূলে বিপজ্জনক ফেনা তৈরি হতে পারে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

জানা গিয়েছে, কোচি থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে প্রায় ২৬ ডিগ্রি হেলে পড়ে জাহাজটি। জাহাজের তরফে সাহায্যের বার্তা পেয়ে দ্রুত ছুটে আসে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী (ICG)। এখনও পর্যন্ত ২১ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজের ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার ও সেকেন্ড ইঞ্জিনিয়ার উদ্ধার তৎপরতার সঙ্গে সমন্বয় করছেন।

সমুদ্রে ভেসে যাওয়া কনটেনারগুলির ঝুঁকি মোকাবিলায় নজরদারি চালাচ্ছে ভারতীয় কোস্ট গার্ড। জাহাজের আশেপাশে মোতায়েন রাখা হয়েছে লাইফরাফ্ট ও এয়ারক্রাফ্ট। এই মুহূর্তে উপকূল অঞ্চলে কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন। জনগণকে সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।