প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের অর্থনীতি এখন ঘোড়ার থেকেও দ্রুতগতিতে ছুটছে। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানকে পিছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এই গুরুত্বপূর্ণ খবরটি দিয়েছেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম, নীতি আয়োগের দশম গভার্নিং কাউন্সিলের বৈঠকের পর।
তিনি জানান, “আমরা বর্তমানে ৪ ট্রিলিয়ন ডলারের (৪ লক্ষ কোটি ডলার) অর্থনীতির অধিকারী। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগোচ্ছে ভারত। আমাদের অর্থনৈতিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক।”
আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF)-এর তথ্য তুলে ধরে তিনি বলেন, ভারত এখন জাপানকেও টপকে গেছে। বিশ্বে ভারতের উপরে এখন কেবল তিনটি দেশ— আমেরিকা, চিন ও জার্মানি। সুব্রহ্মণ্যম আশাবাদী, “পরিকল্পিত পথে এগোলে আগামী ২.৫–৩ বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।”
IMF-এর মতে:
- ১ম: আমেরিকা – ৩০ লক্ষ কোটি ডলার
- ২য়: চিন – ১৯.২৩ লক্ষ কোটি ডলার
- ৩য়: জার্মানি – ৪.৭৮ লক্ষ কোটি ডলার
- ৪র্থ: ভারত ও জাপান – উভয়েরই অর্থনীতি ৪.১৯ লক্ষ কোটি ডলার
- ৫ম: ব্রিটেন – ৩.৮৪ লক্ষ কোটি ডলার
- ৬ষ্ঠ: ফ্রান্স – ৩.২১ লক্ষ কোটি ডলার
সম্প্রতি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলকে নির্দেশ দিয়েছেন, আইফোন আমেরিকাতেই তৈরি করতে হবে, না হলে অতিরিক্ত শুল্ক আরোপ হবে। এ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে সুব্রহ্মণ্যম বলেন, “ট্যারিফ কত হবে, তা অনিশ্চিত। তবে ভারতের প্রেক্ষিতে আইফোন তৈরি অনেক সস্তা।”
ভারতের অর্থনীতির এই সাফল্য আগামী দিনের জন্য এক নতুন দিশা দেখাচ্ছে।