প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই পুলিশ যেভাবে সাধারণ নিরীহ মানুষদের ওপর অত্যাচার করে, তাতে পুলিশকেও সমানভাবে বিপরীত প্রতিক্রিয়া সহ্য করতে হবে। কারণ তা না হলে পুলিশ বুঝবে না, মানুষের ওপর তারা কতটা নির্যাতন চালায়। তাই এবার শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে চরম শিক্ষা দিলো বিজেপি।
প্রসঙ্গত, সম্প্রতি বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ উত্তাল করে তোলে পরিস্থিতি। গোটা রাজ্যজুড়ে সমালোচনার বন্যা বইতে শুরু করে। আর সেই ঘটনার প্রতিবাদেই এদিন পথে নামলো বিজেপি। যেখানে বিজেপির পক্ষ থেকে সল্টলেকের বিধাননগর পুলিশ সদর দপ্তর ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
গেরুয়া শিবিরের দাবি, শিক্ষকদের ওপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত অন্যায্য। তাই সেই পুলিশকেও এবার জনতার বিক্ষোভের মুখে পড়তে হবে। আর সেই কারণেই বিজেপি এই পদক্ষেপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে বার্তা দিতে চাইছে যে, ভবিষ্যতে এরকম কিছু হলে আরও করুন ফলাফল ভুগতে হবে তাদের।
বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যে পুলিশ না থাকলে তৃণমূল বলে কিছু থাকবে না। তৃণমূলের নেতারা পুলিশের দয়াতেই চলাচল করছেন। তাই চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলনকে দমন করার জন্য কোনোরূপ ট্র্যাটিজি না নিয়ে পুলিশকে দিয়ে সেই আন্দোলনকে যাতে ধ্বংস করা যায়, তার জন্য লাঠিচার্জ করা হয়েছে। কিন্তু সেই লাঠিচার্জ করে যে কত বড় ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং এর ফলে যে বিজেপি বাড়তি হাতিয়ার পেয়ে গেল, তা আজ গেরুয়া শিবিরের এই পদক্ষেপের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।