প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের প্রতি মানুষের বিদ্রোহ বাড়ছে। এতদিন পুলিশের জন্য তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ভয় দেখাতেন। তারাও কথা বলতে ভয় পেতেন। কিন্তু এবার সেই ভয়কে উপেক্ষা করে যিনি প্রতিনিয়ত এই রাজ্যের একজন মন্ত্রী হয়ে মানুষকে হুমকি দেন, হুঁশিয়ারি দেন, সেই উদয়ন গুহর মুখোমুখি হয়ে সাধারণ মানুষ যে বিক্ষোভটা দেখালেন, তাতে তাদের স্যালুট জানাচ্ছে বিরোধীরা। কি ঘটনা ঘটেছে?

জানা গিয়েছে, বুধবার দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আমি সেখানেই সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীরা এতদিন রাস্তা নিয়ে প্রবল যন্ত্রণার মধ্যে ছিলেন। তাই মন্ত্রীকে দেখে কোনো ভয় না পেয়ে তার চোখে চোখ রেখে সাধারণ মানুষ বলতে শুরু করেন যে, আমাদের যন্ত্রণাটা দেখুন, আপনিও বুঝতে পারবেন, এই রাস্তা দিয়ে হাটতে কেমন লাগে! গ্রামবাসীরা কার্যত ওরাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে বাধ্য করেন, যাতে তিনি সেই রাস্তায় কাদার ওপর দিয়ে হেঁটে যান। কারণ তাহলেই তিনি গরীব মানুষের দুঃখ, দুর্দশা, তাদের দিন যাপন, তারা কি করে এই এলাকা দিয়ে যাতায়াত করেন, তা উপলব্ধি করতে পারবেন!

অনেকে আবার এটাও বলেন, “কাজটা হবে কি করে? সবই তো কাটমানিতে চলে যাচ্ছে।” আর এখানেই একাংশ বলছেন যে, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, যিনি বিভিন্ন সময় বিরোধীদের হুমকি দেন, যার বিরুদ্ধে, যার অনুগামীদের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের মত মারাত্মক অভিযোগ রয়েছে, সেই তৃণমূলের ভরা বাজারে দাপুটে মন্ত্রীর সামনে সাধারণ মানুষ যে বিক্ষোভ দেখালেন, তাদের জীবন যন্ত্রণা নিয়ে মন্ত্রীকে যেভাবে হারেহারে শিক্ষা দিলেন তাতেই স্পষ্ট যে, এবার দিনহাটায় বিধানসভা নির্বাচনে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই দাবি করছেন একাংশ।

বিরোধীদের দাবি, সবে তো খেলা শুরু হয়েছে। উদয়ন গুহ এবং তার অনুগামীরা এই এলাকায় মানুষের ওপর অত্যাচার করেছেন, তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করেছেন। কিন্তু এবার হুমকিকে উপেক্ষা করে সাধারণ মানুষ গর্জে উঠতে শুরু করেছেন। শুধু কোচবিহার বা দিনহাটা নয়, আগামী দিনে গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষ নিজেদের জীবন যন্ত্রণা নিয়ে গর্জে উঠবেন। আর আগামী বিধানসভায় এই রাজ্যে তৃণমূল উৎখাত অনিবার্য বলেই দাবি করছেন তারা।

যদিও বা রাস্তার এই অবস্থা নিয়ে সাধারণ মানুষ তার মুখের সামনে এইভাবে বিক্ষোভ দেখালেও, ড্যামেজ কন্ট্রোল করতে মরিয়া চেষ্টা করেছেন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কি যুক্তি দিয়েছেন তিনি? উদয়নবাবু বলেন, “বর্ষাকালে গ্রামের রাস্তা একটু বেশিই খারাপ হয়। ওরা আমাকে সামনে পেয়ে নিজেদের দুঃখের কথা, দাবির কথা বলেছেন। আমিও গ্রামের ওই রাস্তা কিছুটা হেঁটে দেখলাম।”

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন মানুষ তৃণমূল নেতাদের দেখলে কিছুটা হলেও ভয় পেতেন। নিজেরা যন্ত্রণার মধ্যে থাকলেও তারা ভাবতেন যে, তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কথা বললে বুঝি তারা পুলিশ দিয়ে কেস দিয়ে দিতে পারে! কিন্তু বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই চিত্র পরিষ্কার হয়ে যাচ্ছে। আর নিজেদের যন্ত্রণাকে চেপে রাখতে পারছেন না সাধারণ মানুষ। রাজ্যের দাপুটে মন্ত্রীর সামনে তারা যেভাবে নিজেদের রাস্তা নিয়ে যে যন্ত্রনা, সেই যন্ত্রণার বিরুদ্ধে ক্ষোভ জানালেন, তাতে “এগিয়ে বাংলা” বলে প্রতি মুহূর্তে দাবি করা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।