প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-পাক যুদ্ধের আবহের পর থেকেই একাধিক বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত। দেশের ভেতরে থাকা যারা দেশবিরোধী তাদের আগে জব্দ করতে হবে বলে দাবি উঠেছিল। আর এবার সেই কাজ শুরু করে দিলো দিল্লি। যেখানে নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের কর্মরত একজন পাক আধিকারিককে ভারতের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, বুধবার পাকিস্তানের হাইকমিশনে কর্মরত একজন আধিকারিককে কড়া শাস্তির মুখে ফেলেছে ভারত। ইতিমধ্যেই তার বিরুদ্ধে “পার্সোনা নন গ্রাটা” জারি করা হয়েছে। কিন্তু এই “পার্সোনা নন গ্রাটা” কি? জানা গিয়েছে, এর মধ্যে দিয়ে যে কোনো বিদেশি কূটনীতিককে যদি প্রয়োজন মনে হয়, তাহলে আয়োজক দেশ তাদের দেশ ছাড়া করার নির্দেশ দিতে পারে। আর সেই পথ অনুসরণ করেই নয়া দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে কর্মরত একজন পাক আধিকারিকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত।
তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও ভারত-পাক যুদ্ধের আবহের পরবর্তী সময়কালে পাকিস্তানের হাইকমিশনে কর্মরত একজন পাক আধিকারিকের বিরুদ্ধে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। আর এবার তার কিছুদিন পরেই আরও এক পাক আধিকারিকের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ পাকিস্তানকে চরম বিড়ম্বনার মুখে ফেলে দিলো। যার ফলে আবারও প্রমাণ হয়ে গেল যে, ভারতের মাটিতে থেকে ভারতের সর্বনাশ করা ব্যক্তি, সে যেই হোন না কেন, তার বিরুদ্ধে কোনো রেয়াত করবে না নয়াদিল্লি।