প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেনকে অপমান করল বাংলাদেশের ইউনুস সরকার। পাবনায় তাঁর নামে নামাঙ্কিত ছাত্রীনিবাসের নাম রাতারাতি বদলে দেওয়া হয়েছে। ইউনুস, যিনি এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও রবীন্দ্রনাথ ঠাকুরকেও কটাক্ষ করতে দ্বিধা করেননি, এবার ভারতের মহান অভিনেত্রীকেও অসম্মান করলেন।

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার হেমসাগর লেনে জন্ম হয় সুচিত্রা সেনের। সেখানেই কেটেছিল তাঁর শৈশব। তখন তাঁর নাম ছিল রমা দাশগুপ্ত। পরে কলকাতায় এসে তিনি হয়ে ওঠেন ভারতীয় রূপালী পর্দার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে পাবনার ছাত্রীনিবাসের নাম রাখা হয়েছিল ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’।

কিন্তু গত মঙ্গলবার গভীর রাতে সেই নাম সরিয়ে রাখা হয়েছে ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’। একই সঙ্গে এডওয়ার্ড কলেজের আরও দুই হোস্টেলের নামও পাল্টে দেওয়া হয়। শেখ রাসেল হোস্টেল হয়েছে ‘বিজয়-২৪ ছাত্রবাস’ এবং বেগম ফজিলাতুন্নেসা হোস্টেল হয়েছে ‘আয়েশা সিদ্দিকা’।

সুচিত্রার পৈতৃক ভিটেতে তাঁর নামে একটি সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনাও ছিল। কিন্তু বর্তমান সরকারের এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে—এই স্মরণীয় প্রকল্প আদৌ বাস্তবায়িত হবে কি না। তাঁর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, শুধু একটি নাম নয়, এটা ভারতের প্রতি বিদ্বেষের প্রতিফলন।