ফেয়ার ইলেকশন করুন,বুঝবেন কত ধানে কত চাল” মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের রাজ্য January 18, 2018 নোয়াপাড়া উপনির্বাচনের প্রচারে এসে মমতা ব্যানার্জীকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন দিলীপ ঘোষ। নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন একটি অনুষ্ঠান হয় আর সেখানেই দিলীপবাবু মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন যে কোথাও ফেয়ার ইলেকশন হয় না। আমি চ্যালেঞ্জ করছি, নোয়াপাড়ায় একটা ফেয়ার ইলেকশন করুন, এখানকার লোক বাড়ি ফিরে গিয়ে বলবে না যে ভোট দিতে দেওয়া হল না, বুঝবেন মানুষ কাদের সঙ্গে আছে। বুঝবেন কত ধানে কত চাল।আপনি বলছেন নৈতিক, আপনার নীতি বলে কিছু নেই। যদি থাকে ফেয়ার ইলেকশন করুন। আপনি কথা দিন ভোটের আগের দিন আপনার ইঞ্চি সাইজ়ের, ফুট সাইজ়ের ভাইরা গিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে চমকাবে না। ভোটের আগের রাতে ভোটার কার্ড কেড়ে নেবে না। একটা ফেয়ার ইলেকশন আপনি করে দেখুন, আমরাও কথা দিচ্ছি নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী চাইব না। প্রমাণ হয়ে যাবে মানুষ কাদের পক্ষে আছে। পাশাপাশি তিনি বলেন যে, “নোয়াপাড়া ও উলুবেড়িয়া নির্বাচন দিদির কাছে চ্যালেঞ্জ।”এদিন বিশ্ব বঙ্গ সম্মেলন নিয়েও মুক্ক্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপবাবু। তিনি বলেন দু’দিন ধরে নিউটাউনে সার্কাস চলছে। ওটা দিদিমণির বাৎসরিক পিকনিক। প্রত্যেক বছর একই শিল্পপতি, একই নেতা, একই রেজ়াল্ট, জ়িরো। আরে ওরা এসে আপনাকে টুকি দিয়ে যাচ্ছে। এটা আপনি বুঝতে পারছেন না।দিদিমণি সিঙ্গাপুর, লন্ডন, হল্যান্ড বা জার্মানি গেছেন। কিন্তু কত টাকা বিনিয়োগ এসেছে ? আপনার মতামত জানান -