এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুনর্মূল্যায়নের পর বাড়লো নম্বর বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, খুশির হাওয়া শিক্ষার্থী মহলে

পুনর্মূল্যায়নের পর বাড়লো নম্বর বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, খুশির হাওয়া শিক্ষার্থী মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের নানা স্থানে শুরু হয়েছে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। অকৃতকার্য ছাত্রছাত্রীরা যেমন বিক্ষোভ দেখিয়েছে, তেমনি অনেকে কম নম্বর পাওয়ার অভিযোগেও বিক্ষোভ দেখিয়েছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয়েছে। কোথাও স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া, স্কুলের চেয়ার-টেবিল ভাঙচুর করার মতো অবস্থার পর শিক্ষার্থীদের অভিযোগ নিতে শুরু করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুরু হয় পুনর্মূল্যায়ন। পুনর্মূল্যায়নের পর ১৩৭ জন পরীক্ষার্থীর নাম্বার বাড়তে দেখা গেল আরামবাগ গার্লস হাই স্কুলে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর গত শুক্রবার আরামবাগ গার্লস হাই স্কুল চত্বরে বহু ছাত্রী প্রবল বিক্ষোভ দেখায়। অভিভাবকেরাও বিক্ষোভে সামিল হন। ছাত্রীদের অভিযোগ ছিল, যে পদ্ধতিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছে, তাতে আরো বেশি নম্বর পাওয়ার কথা। অনেকে মার্কশিট নিতে পর্যন্ত অস্বীকার করে। এরপর স্কুলের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল, পরীক্ষার্থীদের আবার স্কুলে ডেকে পাঠানো হয়। এরপর নতুন মার্কশিট তাদের হাতে তুলে দেয়া হয়। সেখানে দেখা যায় যে, স্কুলের ১৩৭ জন পরীক্ষার্থীর নম্বর বৃদ্ধি পেয়েছে। এই স্কুলের যে পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে, তা ছিল ৪৬৩, এবার সেই নম্বর বেড়ে হয়েছে ৪৮২। স্কুলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নম্বর পাঠাতে স্কুল কোন ভুল করেনি। তবে পরবর্তীতে ডেটা এন্ট্রির কাজে ভুল হওয়ার কারণে এই সমস্যা হয়েছিল।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে পরীক্ষার্থী ও অভিভাবকদের তীব্র বিক্ষোভের পর বিষয়টি খতিয়ে দেখতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুর্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযোগ জমা নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী সাত দিন ধরে যা চলবে বলে, জানা গেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন যে, স্কুলে গিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানাতে পারবে। সরাসরি সংসদে গিয়ে অভিযোগ জানানো যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!