এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর নেতৃত্বে লালবাজার ঘেরাও! বিপদের জন্য তৈরি থাকুন মমতা, হুঁশিয়ারি বিজেপির!

শুভেন্দুর নেতৃত্বে লালবাজার ঘেরাও! বিপদের জন্য তৈরি থাকুন মমতা, হুঁশিয়ারি বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের পুলিশ সমস্ত সীমাকে লংঘন করেছে। আমহার্ট স্ট্রীটের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে, নিরীহ ব্যক্তিদের থানার মধ্যে মেরে কি করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে কণ্ঠরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। যার বিরুদ্ধে একটা সামান্য অভিযোগটুকু নেই, তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে লাঠি দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। বিরোধীরা এবং সেই মৃতের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ বারবার করে তুলে ধরা হচ্ছে। তবে গোটা বিষয়টি আদালতে বিচারাধীন। আগামী বৃহস্পতিবার আবার আদালত এই ব্যাপারে তাদের বক্তব্য জানাবে। তবে আদালতের ওপর ভরসা থাকলেও গোটা বিষয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য পুলিশের চাপ বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এবার সরাসরি লালবাজার ঘেরাও অভিযানের ডাক দিলেন আহবান করলেন রাজ্যের সাধারণ মানুষকে। যারা অশোক কুমার সিংহের মৃত্যুর বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তারা যাতে সেই আন্দোলনে সামিল হন।

প্রসঙ্গত, শুক্রবার মৃত অশোক কুমার সিংহের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন যে, বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সেখানে আদালত কি বলবে, সেটা দেখার বিষয়। তবে তারপরেই লালবাজার ঘেরাও অভিযান হবে। যেখানে তিনি দাঁড়িয়ে থেকে এই গোটা ঘটনার নেতৃত্ব দেবেন। তাই কলকাতার মানুষ, যারা পুলিশের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তারা যেন সকলে সেই কর্মসূচিতে শামিল হন। আর শুভেন্দুবাবুর এই বক্তব্যের মধ্যে দিয়েই একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এবার বিপদ ঘনিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের জন্য। একটা সুস্থ স্বাভাবিক যুবক থানায় গেল পুলিশের ডাকে। আর সেখানে গিয়ে হঠাৎ করেই তার মৃত্যু হয়ে গেল, এটা মেনে নিতে পারছেন না কেউই। তাই এর পেছনে যে পুলিশের ষড়যন্ত্র এবং পিটিয়ে খুনের একটা তত্ত্ব উঠে আসছে, তাকে আরও সামনে আনতে এবার পুলিশের ওপর চাপ বাড়াতে নয়া কর্মসূচি বিরোধী দলনেতার। অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী অন্য জিনিস। তিনি যখন জানিয়ে দিয়েছেন যে, তিনি এই ব্যাপারে লালবাজার ঘেরাও করবেন, সুতরাং তিনি করবেন। তাই সামনের দিনের জন্য তৈরি থাকুন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর এই আন্দোলন সংগঠিত হলে চরম বিপদের মুখে পড়তে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যে করেই হোক, গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আনতেই হবে। আর এই দাবি শুধু শুভেন্দুবাবুর নয়, এই দাবি গোটা রাজ্যের মানুষের। একটা নিরীহ ছেলেকে কেন থানার ভেতরে এভাবে পিটিয়ে মারা হবে? আইন রক্ষার বদলে সেই আইনের ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়ার অধিকার পুলিশকে কে দিয়েছে! তার জবাব নিতে আগামী দিনে বড় আন্দোলন সংঘটিত হবে রাজ্যে। আর তাতে নাস্তানাবুদ হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, আমহার্ট স্ট্রিটের এই ঘটনা অত্যন্ত মারাত্মক। কেউ যদি অপরাধীও হয়ে থাকেন, তাহলে তাকে মেরে ফেলার মত ক্ষমতা পুলিশকে কেউ দেয়নি। দেশের আইন তো সেই কথা বলে না। কিন্তু তারপরেও এই রাজ্যের প্রশাসনের নির্লজ্জতা সামনে চলে এসেছে। এক যুবককে থানায় ডেকে নিয়ে যাওয়ার পর তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে। তাই এই তরতাজা বিষয়কে একেবারে আন্দোলনের রূপ দিতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। ফলে আগামী দিনে লালবাজার ঘেরাও অভিযানে তিনি নেতৃত্ব দিলে চরম বিপাকে পড়তে হবে রাজ্যের পুলিশ মন্ত্রীকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!