এখন পড়ছেন
হোম > জাতীয় > শাসকদলের আয় একদশকে বৃদ্ধি পেল ৭,৭২১%, শোরগোল গোটা দেশে

শাসকদলের আয় একদশকে বৃদ্ধি পেল ৭,৭২১%, শোরগোল গোটা দেশে

এক-আধ শতাংশ নয় রাজ্যের শাসকদলের আয় এক দশকে বৃদ্ধি পেয়েছে প্রায় আট হাজার শতাংশের কাছাকাছি আর তা সামনে আসতেই গোটা দেশে হইচই পরে গেছে। তবে না, এই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো যোগ নেই, ঘটনাটি ঘটেছে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশাতে আর ঘটিয়েছে বিজু জনতা দল বা বিজেডি। বিজেডির দলীয় তরফে জমা দেওয়া আয়কর তথ্য থেকেই উঠে এসেছে এই সারাংশ। দেখা যাচ্ছে, ২০০৫-০৬ সালে বিজেডির মোট সম্পত্তির পরিমান ছিল ২৪ লক্ষ টাকা। কিন্তু পর্যায়ক্রমে তা বেড়ে দাঁড়ায় –

২০১০-১১ সালে ৩.১৭ কোটি টাকা
২০১৩-১৪ সালে ৯.২৬ কোটি টাকা
২০১৪-১৫ সালে ১৭.৯৯ কোটি টাকা এবং
২০১৫-১৬ সালে ১৮.৭৭ কোটি টাকায়।

আর এই তথ্য সামনে আসতেই ওড়িশার শাসক দল জড়াল নতুন বিতর্কে। দেশের রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে নিয়মিত সম্পত্তির হিসাব জমা করতে হয়, সেখান থেকেই উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!