পঞ্চায়েত সামনে, উন্নয়নের খতিয়ান নেবেন খোদ মুখ্যমন্ত্রী, চূড়ান্ত ব্যস্ততা নবান্নে বিশেষ খবর রাজ্য November 26, 2017 রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নের কাজ দ্রুতগতিতে শেষ করতে সমস্ত দফতরকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে তিনি সব দফতরের মন্ত্রী, ৫২টি দফতরের যুগ্ম সচিব থেকে প্রধান সচিব এবং জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসছেন। যতদূর জানা যাচ্ছে সামনের ৪ ডিসেম্বর নবান্নের সভাঘরে উচ্চপর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হবে। আর তাই আগে থেকেই দফতরের খরচের বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার ভিত্তিতেই স্থির হবে কে কেমন কাজ করছে, আর কে কাজ করছে না। আর এই রিপোর্ট কার্ড তৈরী করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী এমনটাই জানা গেছে নবান্ন সূত্রে। প্রত্যেক বছরই এই বৈঠক হয় তবে তা জানুয়ারিতেই হয় এবারে নেত্রী ডিসেম্বরের শুরুতেই এই কাজ সারতে চাইছেন তাই রাজনৈতিকমহলের মতে পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এই বৈঠক। আপনার মতামত জানান -