এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যবাসীকে আইন সচেতন করতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

রাজ্যবাসীকে আইন সচেতন করতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার নতুন উদ্যোগ নিলো রাজ্য সরকার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশম পুর্নমিলন উৎসবে এসেছিলেন,রাজ্যের ক্ষুদ্র, কুটির শিল্প দফতর এবং প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আর সেখানেই উপাচার্যকে আইন বিভাগের পড়ুয়াদের গ্রামে গিয়ে শিবির করার প্রস্তাব দেন তাঁরা। তাঁদের মতে মুখ্যমন্ত্রী রাজ্যে আদালতের সংখ্যা বাড়ালেও সেভাবে জনচেতনা বাড়েনি।
গ্রামে লিগ্যাল এইড আছে, কিন্তু আইন বিষয়ে সে ভাবে সচেতনতা নেই তাই মানুষকে সচেতন করতে গ্রামে গিয়ে কর্মশালা করার বিষয়টি উপাচার্যকে দেখতে অনুরোধ করেছেন। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক স্বপন দেবনাথের এই প্রস্তাবকে সমর্থন করেছেন। সঙ্গে তিনিও বলেন দেশের প্রত্যেক নাগরিকের আইন বিষয়ে জ্ঞান থাকা উচিত, তা হলে বেআইনি কাজ কমবে। রাজ্যের ৪১ জায়গায় মহিলা আদালত তৈরি হয়েছে ও আগামী দিনে আরও আদালতের সংখ্যা বাড়াতে হবে জানান মলয়বাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!