উত্তরপ্রদেশ শিশুমৃত্যু: বড় স্বস্তি ‘নায়ক’ ডাক্তারের জাতীয় বিশেষ খবর November 26, 2017 উত্তরপ্রদেশ শিশুমৃত্যু কাণ্ডে বড়সড় স্বস্তি পেলেন ‘নায়ক’ ডাক্তার কাফিল খান। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে একের পর এক শিশুমৃত্যুর ঘটনা যখন সামনে আসছিল, তখন মৃত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসক কাফিল খান নিজের সাধ্যমত করে শিশুগুলিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু প্রশাসনের গাফিলতিতে তিনি তা এড়াতে পারেননি। তবুও যতজন বেঁচেছে, সবই তাঁর ঐকান্তিক প্রচেষ্টায়। কিন্তু এরপরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং প্রাইভেট প্র্যাকটিসের চার্জ দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। যা নিয়ে ঝড় বয়ে যায় দেশ জুড়ে, সবাই আঙ্গুল তোলেন উত্তরপ্রদেশের রাজ্য সরকারের দিকে। অভিযোগ ওঠে সরকার নিজেদের গাফিলতি ঢাকতে কফিল খানকে নিশানা করছে। কিন্তু কফিল খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তকারী অফিসার অভিষেক সিং আজ জানান, পুলিশ তদন্তে কাফিলের বিরুদ্ধে কোনও দুর্নীতিরই প্রমাণ পাননি। সেজন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হল। ৯৩ জন সাক্ষীর বিবৃতি দিয়ে রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারী অফিসার বলে জানা গিয়েছে। আপনার মতামত জানান -