এখন পড়ছেন
হোম > অন্যান্য > টলস্টয়ের জন্ম থেকে শুরু করে মুরলীধরণের টেস্ট অভিষেক — আসুন, জেনে নিই আজকের দিনে আর কী কী ঘটেছিল

টলস্টয়ের জন্ম থেকে শুরু করে মুরলীধরণের টেস্ট অভিষেক — আসুন, জেনে নিই আজকের দিনে আর কী কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২৮শে আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৮২৮ সালে আজকের দিনে রাশিয়ার বিখ্যাত লেখক,  লিও তলস্তয় জন্মগ্রহণ করেন।

২. ১৮৫৫ সালে আজকের দিনে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক, স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন।

৩. ১৯৮০ সালে আজকের দিনে, শিবরাম চক্রবর্তী ,প্রখ্যাত ভারতীয় বাঙালি রম্যলেখক, দেহত্যাগ করেন।

৪. ১৯০৪ সালে আজকের দিনে প্রথম বার কলকাতা থেকে ব্যারাকপুরে কার র‍্যালি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৯৮৬ সালে আজকের দিনে ভাগ্যশ্রী শাঠে ভারতের প্রথম নারী হিসেবে দাবায় গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেন।

৬. ১৯১৬ সালে আজকের দিনে ইতালি জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

৭. ১৯২১ সালে আজকের দিনে দ্বিতীয় প্যান আফ্রিকান কংগ্রেস সংগঠিত হয়।

৮. ১৯৩৭ সালে আজকের দিনে টয়োটা মোটর্স স্বাধীন কম্পানি রূপে প্রতিষ্ঠিত হয়।

 

. ১৯৯২ সালে আজকের দিনে শ্রীলঙ্কার বিখ্যাত স্পিনার, মুথাইয়া মুরলীধরণের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।

১০. ১৮৯৬ সালে আজকের দিনে বিখ্যাত উর্দু কবি ও সাহিত্যিক, ফিরাক গোরখপুরীর জন্ম হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!