এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনে এবার এদের জন্য এগিয়ে এলেন বাবুল সুপ্রিয়, করলেন বড়সড় ফান্ডের ব্যবস্থা

লকডাউনে এবার এদের জন্য এগিয়ে এলেন বাবুল সুপ্রিয়, করলেন বড়সড় ফান্ডের ব্যবস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাংসদের আগেও তার বড় পরিচয় তিনি একজন সংগীতশিল্পী। লকডাউনের এই মুহূর্তে অনেকেই রুজি-রুটির তারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। এক্ষেত্রে দিন আনা দিন খাওয়া মানুষেরা পড়েছেন চরম সংকটে। যাদের মধ্যে অন্যতম শিল্পীমহল। ঠিকমত অনুষ্ঠান না হওয়ায় তাদের দিন কীভাবে চলবে, তা নিয়ে সমস্যায় রয়েছেন তারা। আর এই পরিস্থিতিতে সেই শিল্পীদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, নিজে একজন সংগীতশিল্পী হওয়ায় এবার আসানসোলের “টিম বাবুল বিজেপিকে” দায়িত্ব দিলেন আসানসোলে প্রফেশনাল মিউজিশিয়ানদের তালিকা তৈরি করার জন্য। অর্থাৎ যারা সারা বছর ধরে অরকেসটার মাধ্যমে গান, বাজনা বাজিয়ে অর্থ রোজগার করেন, লকডাউনের সময় তারা অনেকটাই সংকটে রয়েছেন। তাই তাদের কথা মাথায় রেখে আর্থিকভাবে তাদের পাশে থাকার জন্যই বাবুল সুপ্রিয়র এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর এই উদ্যোগ রীতিমত প্রশংসিত হয়েছে নানা মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “আমি শিল্পীদের কাছে আবেদন করেছি, এই পরিস্থিতিতে এগিয়ে আসার জন্য। কোটি কোটি টাকা খরচ করে বড় বড় দামী অ্যানথেম না বানিয়ে চ্যারিটি বেগিনস আট হোমে যারা প্রথিতযশা সংগীতশিল্পী রয়েছে, তারা সবাই মিলে একটা ফান্ড তৈরি করুন। একটা অনুদান ঠিক করে দেওয়া হোক। সেই টাকা সবাইকে দিতে হবে। গায়ক-গায়িকারা তাদের স্ট্যাটাস অনুযায়ী সেখানে অনুদান দেবেন। সেই টাকা থেকে মিউজিশিয়ানদের সাহায্য করা হবে।” অর্থাৎ সংগীতে যে জিনিসের ভূমিকা অনিবার্য, সেই মিউজিশিয়ানদের বর্তমানে প্রবল সংকট চলছে।

কোনোরকম অনুষ্ঠান না থাকায় তারা কিভাবে দিন গুজরান করবেন, তা নিয়ে সংশয়ে রয়েছেন। তাই এই পরিস্থিতিতে শুধু সাংসদ হিসেবে নয়, একজন সংগীতশিল্পী হিসেবে বাবুল সুপ্রিয়র এই উদ্যোগকে রীতিমত স্বাগত জানাচ্ছেন সকলে। একাংশ বলছেন, বাবুল সুপ্রিয়র পরিচয় তিনি সাংসদের আগেও একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। বর্তমান পরিস্থিতিতে তাই মিউজিশিয়ানদের জন্য একজন সংগীতশিল্পী হিসেবে তার মনের ব্যথা জেগে উঠেছে। আর তাই সেই সমস্ত মিউজিশিয়ানদের পাশে দাঁড়াতেই সঙ্গীত শিল্পীদের নিয়ে ফান্ড তৈরি করার তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!