এখন পড়ছেন
হোম > রাজ্য > সপ্তাহে কোন দিন কী রঙের পোষাক পড়বেন — জ্যোতিষ শাস্ত্রের পাতা উল্টে দেখে আসি চলুন!

সপ্তাহে কোন দিন কী রঙের পোষাক পড়বেন — জ্যোতিষ শাস্ত্রের পাতা উল্টে দেখে আসি চলুন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুরু হচ্ছে একটি গোটা সপ্তাহ। এভাবেই একের পর এক সপ্তাহ কেটে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর গড়িয়ে যায়। কিন্তু প্রচুর মানুষ আছে যাদের জীবনে কোনো আশানুরূপ শুভ পরিবর্তন আসে না। কিন্তু আমরা কী জানি যে জীবনে জ্যোতিষ শাস্ত্রের কিছু নিয়ম যদি আমরা একটু মেনে চলি তাহলে হয়তো আমাদের ভাগ্যটা ঘুরে যেতো!

রঙের প্রভাব আমাদের জীবনে প্রচুর। পোশাকের রং আমাদের ব্যাক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আমাদের মনেরও প্রতিফলন ঘটায়। যেমন, কোনো শ্রাদ্ধ বাড়িতে আমরা কালো না গাঢ় রঙের পোষাক পড়ি না, আবার কোনো শুভ উৎসবে লাল বা গাঢ় রঙের পোষাক পড়ে থাকি। সেরকমই, আমাদের রাশিচক্রের বিভিন্ন গ্রহের ওপরেও ভিন্ন ভিন্ন রঙের প্রভাব রয়েছে যা মানুষের জীবনকেও প্রভাবিত করে। আসুন জেনে নিই আমরা সপ্তাহের কোন বার কোন রঙের পোষাক পড়লে দিনগুলি শুভ ফল দেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. সোমবার — সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন। আর সোম কথাটির অর্থ হল চন্দ্র। চন্দ্র মহাদেবের মস্তকে বিরাজ করেন। সেই চন্দ্রের রঙ সাদা। তাই, সোমবার যদি কেউ সাদা রঙের পোষাক পড়েন তবে সেই দিনটি তার জন্য শুভফলদায়ী হবে। সাদা রঙ ছাড়াও এই দিন হলুদ, রুপোলী, গ্রে রঙের পোষাকও পড়া যেতে পাড়ে।

২. মঙ্গলবার — সপ্তাহের এই দিনটি একটু বিশেষ যত্ন নিয়ে মানা উচিত কারণ জ্যোতিষ মতে মঙ্গল একটি পাপ গ্রহ। তাই এই দিন হনুমানজীর পূজা করলে সংকট দূর হবে। তাছাড়া, এই দিন লাল রঙের পোষাক পড়লে মঙ্গলের খারাপ প্রভাব থেকে দূরে থাকতে পাড়বেন। যাদের মঙ্গলের দোষ রয়েছে তারা গোলাপি রঙের পোষাক পড়তে পাড়েন। এতে অনেকটাই সেই দোষ কেটে যায়।

৩. বুধবার — সবুজ রঙের পোষাক পড়া বুধবারের জন্য অত্যন্ত শুভ। এই দিনটি হলো গৌতম বুদ্ধের দিন। আর বুদ্ধদেবের প্রিয় রঙ ছিল সবুজ। এই দিন সবুজ রঙের পোষাক পড়লে শ্রীবৃদ্ধি হয়।

৪. বৃহস্পতিবার — ভগবান বিষ্ণুর দিন বলে এই দিন হলুদ বা কমলা রঙের পোষাক পরিধান করা বাঞ্ছনীয়। এই দিন বিষ্ণু তুষ্ট হলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়।

৫. শুক্রবার — সপ্তাহের এই দিন মানুষের কুনজর থেকে বাঁচতে এবং গৃহে সুখবৃদ্ধি করতে সাদা বা নীল রঙের পোষাক পড়ুন। শুক্রবার মা দূর্গার দিন। তিনি প্রসন্ন হলে যেকোনো খারাপ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পাড়বে না।

৬. শনিবার — এই দিনে আপনি শনিদেবকে সন্তুষ্ট করতে কালো,গ্রে, বেগুনি বা ইন্ডিগো ( নীল) রঙের পোষাক পরিধান করুন। শনিূেব একবার আপনার প্রতি সন্তুষ্ট হলে আপনার জীবনযাপন অনেক সহজ ও সুখকর হবে।

৭. রবিবার — রবিবার হলো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্যের দিন। আর সূর্যের প্রতীকী রং হলো লাল। তাই রবিবার আমরা যদি লাল রঙের পোষাক পড়ি তবে তা শুভ ফল দান করবে। আর যদি রবিবার সকাল সকাল স্নান সেরে লাল ফুল দিয়ে সূর্যপ্রণাম করেন তবে তো আর কথাই নেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!