শাসকদলের এই পদক্ষেপে মুখভার লোকশিল্পীদের! বিধানসভার আগে আরও বাড়ল মমতার দুশ্চিন্তা? উত্তরবঙ্গ তৃণমূল রাজনীতি রাজ্য December 1, 2020 আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে। আপনার মতামত জানান - প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরেই শিল্পী-সাহিত্যিকদের বেশি করে গুরুত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে লোকশিল্পীরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার করার পাশাপাশি নানা সচেতনতামূলক প্রচারে ডাক পেতে শুরু করেন। কিন্তু এবার নতুন ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হলেও, এখনও পর্যন্ত সেই কর্মসূচির সচেতনতা প্রচারে ডাক পাননি দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পীরা। প্রতিবছর এই নতুন ভোটার তালিকায় নাম তোলার সময় গান বেঁধে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা যায় তাদের। কিন্তু এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ডাকা হয়নি। যার জন্য কার্যত মুখ ভার হয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পীদের। শিল্পীদের দাবি, করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েক মাস ধরে তারা অনুষ্ঠান করতে পারছেন না। যার ফলে তাদের রুজিরুটি সম্পূর্ণরূপে বন্ধ। তাই এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম তোলার সময় তাদের ডাকা হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেই কাজ না হওয়ায় এখন তারা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। এদিনই প্রসঙ্গে জেলার অন্যতম লোকশিল্পী অখিল বর্মন বলেন, “লকডাউন থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকার কারণে লোকশিল্পীরা ঘরে বসে রয়েছেন। অনেকেই লোকগান বন্ধ করে পেটের দায়ে বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। কিছু শিল্পীরা গান গেয়ে রোজগার করে থাকেন। তারা পরিবার নিয়ে এখন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। এবারে ভোটার তালিকায় নাম তোলার কাজ চললেও, আমাদের ডাকা হচ্ছে না। এখন আমরা আশায় রয়েছি, সরকারি প্রচারে কিছু রোজগার হবে। সরকারি সচেতনতা মূলক প্রচার আমরা মূলত গ্রাম থেকে শহরে করি। এতে সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া পড়ে। বর্তমানে তো সব চলছে। কিন্তু কেন আমাদের মত লোকশিল্পীদের সচেতনতা প্রচারে ডাকা হচ্ছে না, তা বুঝতে পারছি না। করোনা পরিস্থিতিতে আমরা সব হারিয়েছি। এবার সরকারি প্রচারে আমাদের ডাকা হোক।” বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরেই লোকশিল্পীদের বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এমনিতেই এই লোকশিল্পীদের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারা অত্যন্ত সমস্যায় রয়েছেন। আর তার মধ্যে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, কেন ভোটার তালিকায় নাম তোলার কাজে সেই সমস্ত লোকশিল্পীদের ব্যবহার করা হচ্ছে না, সেই ব্যাপারে প্রশ্ন তুলে তারা সরব হতে শুরু করেছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যার ফলে সামনের বিধানসভা নির্বাচনের আগে এই লোকশিল্পীরা যদি এই ব্যাপারে তাদের ক্ষোভ পোষণ করতে শুরু করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কে তার ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা এতদিনে লোকশিল্পীদের সিংহভাগ সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল কংগ্রেসের দিকেই থাকত। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার নাম তোলার কাজে সেই লোকশিল্পীদের ব্যবহার না করায় তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। যার ফলে ভোটব্যাঙ্কে এর প্রতিফলন ঘটাতে পারে বলেই মনে করছেন একাংশ। কেন ভোটার তালিকায় নাম তোলার কাজে এই সমস্ত লোকশিল্পীদের ব্যবহার করা হচ্ছে না? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক শান্তনু চক্রবর্তী বলেন, “লোকশিল্পীদের দিয়ে সচেতনতা মূলক প্রচার করার বিষয়ে আমাদের কিছু বলা হয়নি। যদি আমাদের কাছে এই সংক্রান্ত নির্দেশ আসে, তবে পালা করে আমরা লোকশিল্পীদের প্রচার করার সুযোগ করে দেব। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত জেলার বুথে বুথে নতুন ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের কাজ চলবে।” অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবার এই রকম কোনো নির্দেশ যে আসেনি, তা দপ্তরের আধিকারিকের কথাতেই স্পষ্ট। কিন্তু এই নির্দেশ না আসার কারণে লোকশিল্পীদের সমস্যা এবং ক্ষোভ যে ক্রমশ বাড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে লোকশিল্পীদের ক্ষোভ মেটাতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল – # মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – # মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – # মালদহ জেলার ওপিনিয়ন পোল – # দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল – # উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল – # জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল – # আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল – # কুচবিহার জেলার ওপিনিয়ন পোল – আপনার মতামত জানান - আপনার মতামত জানান -