এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > দেওয়ালে পিঠ থেকে যাওয়া সিপিএম এবার ঘুরে দাঁড়াতে চাইছে সাসপেন্ড হওয়া এই হেভিওয়েটের হাত ধরে?

দেওয়ালে পিঠ থেকে যাওয়া সিপিএম এবার ঘুরে দাঁড়াতে চাইছে সাসপেন্ড হওয়া এই হেভিওয়েটের হাত ধরে?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় গড়বেতার বেতাজ বাদশা ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। পরবর্তীতে রাজনৈতিক ক্ষমতার হাতবদলের পর তাঁর হাত থেকে ক্ষমতা চলে যায়। এরপর কঙ্কাল কাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি বাইরে আছেন। সম্প্রতি তিনি ফিরতে চলেছেন তাঁর এলাকায়। তাঁকে নিয়ে সংশয় বাড়ছে সিপিএমের। দলের গুরুত্বপূর্ণ পদে তাঁকে রাখবেন, নাকি ছেঁটে ফেলবেন? তা নিয়েই দলের সংশয়। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে আলোচনায় বসলেন সিপিএম নেতৃত্ব। নিমরাজি হলেও, মেনে নিতে হলো তাঁর দাবিকে। গতকাল সোমবার সুশান্ত ঘোষকে জেলা পার্টির সম্পাদকমন্ডলীতে পুনর্নিয়োগের চিঠি দেয়া হলো।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে কয়েক মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। আগামী ৫ ই ডিসেম্বর তাঁর সাসপেনশনের মেয়াদ শেষ হতে চলেছে। তার পরদিন বাড়ি ফিরতে চলেছেন তিনি। তাঁর খাসতালুক চন্দ্রকোনায় ফিরছেন তিনি ৯ বছর পর। তাঁর আগেই দলের ম্যানেজারের সঙ্গে তাঁর দাবি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন তিনি আলিমুদ্দিন। তিনি দাবি করেছেন যে, তাঁকে সসম্মানে জেলা পার্টির সম্পাদকমন্ডলীতে ফিরিয়ে আনতে হবে। শেষ পর্যন্ত তাঁর দাবি মেনে নিয়েছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু প্রমুখরা। তার দাবির সমর্থন করে সই করেছেন সূর্যকান্ত মিশ্র।

গতকাল সোমবার বিকেলে আলিমুদ্দিন গিয়েছিলেন সুশান্ত ঘোষ। ঘরে ফেরার আগে দলের সঙ্গে তার সমস্ত হিসাব বুঝে নিলেন তিনি। দলের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা চলল। গতকাল তাঁকে জেলার সম্পাদক মন্ডলীতে পুনর্নিয়োগের চিঠি দেয়া হলো। জানা গেল যে, পরবর্তীতে তাকে রাজ্য কমিটিতে স্থান দেয়া হবে। এরপর জঙ্গলমহলে সিপিএম পার্টির দায়িত্ব পালন করবেন তিনি। এমনটাই আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে দীর্ঘদিন ধরে বাইরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় কিছুমাত্র ভাটা পড়েনি। সম্প্রতি তার অনুগামী দল পর্যন্ত তৈরি হয়েছে। আগামী ৬ তারিখে তাঁর আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত তার অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তার আগমন বার্তা। আবার, দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার অনুগামীরা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ” মন্ত্রী হবার জন্য সুশান্ত ঘোষ কমিউনিস্ট পার্টিতে আসেননি। ৩৪ বছরের মধ্যে ১৫ বছর মন্ত্রী ছিলেন। কখনও ‘হাফ’ কখনও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত উপ, কখনও বা জগন্নাথ মানে ঠুঁটো পূর্ণমন্ত্রী।”

তাঁর অনুগামীরা দলের প্রতি ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ার লিখেছেন যে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ আর পাঁচজন সিপিএম বা বাম মন্ত্রীদের মত নিজের স্বার্থে গোপনে বা প্রকাশ্যে শাসকের সঙ্গে চুক্তি করে বামফ্রন্টকে গালাগালি করেন নি। অভিযোগ উঠেছে, সিপিএম নেতৃত্ব তাঁর সঙ্গে দ্বিচারিতা করেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, জঙ্গলমহলে একেবারেই দেয়ালে পিঠ থেকে গেছে সিপিএমের। সেখানে এখন বিজেপি, তৃণমূলের বাড়বাড়ন্ত। তাই একসময়ের দোর্দণ্ড প্রতাপ, পরে সাসপেন্ড হওয়া এই নেতাকে দিয়ে জঙ্গলমহলে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে নামতে চলেছে সিপিএম।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!