এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > টাকার বিনিময়ে চাকরি অযোগ্য প্রার্থীদের! তৃণমূল নেতাদের চেপে ধরার নিদান সুকান্তর!

টাকার বিনিময়ে চাকরি অযোগ্য প্রার্থীদের! তৃণমূল নেতাদের চেপে ধরার নিদান সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতির ঘটনায় বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় 26 হাজার জনের মত ব্যক্তির চাকরি চলে গিয়েছে। তবে এখনও যতটুকু খবর করা যাচ্ছে, প্রায় 5 হাজার 243 জন অযোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, বাকি সবাই যোগ্য। আর এই পরিস্থিতিতে সেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তৃণমূলের নেতাদের কলার চেপে ধরার নিদান দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, 5 হাজার 243 জনের মত অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে। তাই তাদেরকে বলব, মামলার কি হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু যে সমস্ত তৃণমূলের স্থানীয় নেতাদের টাকা দিয়েছেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়েছেন, সেই টাকাগুলো আগে ফেরত নিন। তাদের বাড়িতে গিয়ে তাদের কলার ধরে আগে টাকাগুলো আদায় করুন।” অর্থাৎ ভোটের মুখে অযোগ্য চাকরি প্রার্থীদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়ে তৃণমূলের দুর্নীতি গ্রস্ত নেতাদের বিপদ বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!