এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কারা হতে চলেছেন একুশের বিধানসভায় তৃণমূলের প্রার্থী? জল্পনা বাড়িয়ে বড়সড় পদক্ষেপ টীম পিকের?

কারা হতে চলেছেন একুশের বিধানসভায় তৃণমূলের প্রার্থী? জল্পনা বাড়িয়ে বড়সড় পদক্ষেপ টীম পিকের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিজেপি নিজেদের মত করে ঘুটি সাজাতে শুরু করেছে। রাজ্যে এসে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 200 আসনে জয়লাভের টার্গেট বেঁধে দিয়েছেন দলকে। আর এমত পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভিত্তি করে স্বচ্ছ মুখদের প্রার্থী করে বিজেপিকে কুপোকাত করতে চাইছে।

তবে এই প্রার্থী বাছাই করার দায়িত্বে রয়েছেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের টিম। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন প্রার্থীদের খুঁজতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জোর সমীক্ষা চালাতে শুরু করেছে সেই প্রশান্ত কিশোরের টিম। ইতিমধ্যেই এই জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে তাদের সম্পর্কে তথ্য জোগাড় করার প্রক্রিয়া শুরু করেছে তারা।

একাংশ বলছেন, দক্ষিণ দিনাজপুর জেলার অনেক বিধানসভাতে তৃণমূল সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল। যার মধ্যে রয়েছে বালুরঘাট থেকে শুরু করে তপন, গঙ্গারামপুর, কুমারগঞ্জ সহ বিভিন্ন এলাকা। এখানে দলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই এই এলাকাগুলোতে কে প্রার্থী হবেন, তার দিকে তাকিয়ে রয়েছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

শুধু তাই নয়, এমন কাউকে প্রার্থী করা হলে গোষ্ঠীদ্বন্দ্ব এবং অন্তর্ঘাতের কারণে আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকায় হারের মুখ দেখতে হতে পারে তৃণমূল কংগ্রেসকে বলেও আশঙ্কা করছেন একাংশ। তাই এই পরিস্থিতিতে অরাজনৈতিক ব্যক্তিত্বদের এবং স্বচ্ছ মুখদের উপর ভিত্তি করেই জয় আনতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তাই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের স্বচ্ছ মুখদের প্রার্থী করার ওপর জোর দিতে শুরু করেছে প্রশান্ত কিশোরের টিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে তাদের তরফ থেকে এই সমীক্ষা করা হচ্ছে। জানা গেছে, এই সমীক্ষায় বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে সমাজসেবী, শিক্ষক সহ এলাকায় প্রভাব রয়েছে, এমন বিশিষ্ট মানুষদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে। অনেকে বলছেন, বিগত দিনে এখানে প্রার্থী নিয়ে সমস্যার জন্য লোকসভা থেকে শুরু করে বিধানসভায় পর্যুদস্ত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে‌। তাই এবারে দক্ষিণ দিনাজপুর জেলায় যাতে সেই সমস্যা না হয়, তার জন্যই প্রশান্ত কিশোরের টিমের তরফ থেকে এই সমীক্ষা করা হচ্ছে।

তাহলে কি অতীতে যারা এই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভায় প্রার্থী ছিলেন, তারা এবার প্রার্থী হচ্ছেন না! এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র বলেন, “সব দল চায় স্বচ্ছ প্রার্থী হোক, যাদের গ্রহণযোগ্যতা বেশি রয়েছে। সামনে বিধানসভা নির্বাচন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। দল যা সিদ্ধান্ত নেবে, তা আমাদের মানতে হবে। পিকের টিম রাজ্যের নির্দেশে এসব করছে। এই বিষয়ে আমাদের হাত নেই।”

অন্যদিকে এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, “পিকের টিম কি করছে না করছে, সেই নিয়ে আমাদের কিছু জানা নেই। তারা নিজেদের মত করে সমীক্ষা চালাতেই পারে। আমাদের দল আর প্রশান্ত কিশোরের টিম আলাদা বিষয়। প্রার্থী নির্বাচনের পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বের হাতে। এই নিয়ে আমাদের কিছু বলার নেই।”

তবে প্রশান্ত কিশোরের টিম সমীক্ষা করে যদি অরাজনৈতিক ব্যক্তিত্বদের প্রার্থী করার জন্য দলের রাজ্য নেতৃত্বের কাছে সুপারিশ করে, তাহলে তা নিয়ে দলের অন্দরে সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা এতদিন যারা এই জেলায় সংগঠন সামলেছিলেন, বিভিন্ন বিধানসভায় দায়িত্বে ছিলেন, তাদের বদলে যদি অন্য কাউকে প্রার্থী করা হয়, তাহলে দলে অন্তর্ঘাতে সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!