‘পাতলুনটাও খুলে নেবে’, ‘পাগলা কুকুরে কামড়াবে’ – মুকুল রায়কে আক্রমন অনুব্রত মন্ডলের বিশেষ খবর রাজ্য January 12, 2018 কয়েকদিন আগেই বীরভূমের তাঁতীপাড়ায় দলীয়সভা থেকে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলকে তীব্র আক্রমন করেন বিজেপি নেতা মুকুল রায়। নাম না করে তাঁর বিরুদ্ধে রাইস মিল ও জমি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে আসেন তিনি। তারই পাল্টা হিসাবে রাজ্যের পরিবহন মন্ত্রীকে পাশে বসিয়ে একই জায়গা থেকে মুকুল রায়কে পাল্টা দিলেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। মুকুল রায়ের করা অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি অনুব্রতবাবু তাঁকে তীব্র কটাক্ষ করতেও ছাড়েননা। ওই সভা থেকে অনুব্রত মন্ডল বলেন – ১. উনি (মুকুল রায়) ব্রাহ্মণ কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ২. আমার মনে হয়, ওর পৈতেটা পরীক্ষা করে দেখা দরকার! ৩. ৯০ সালে আমার বিয়ে হয়, আর ৯২ সালে আমি ওই (মুকুল রায়ের তোলা সম্পত্তি নিয়ে অভিযোগের ভিত্তিতে) সম্পত্তিগুলি কিনি ৪. মনে রাখবেন, তখনও তৃণমূল তৈরিই হয়নি ৫. আমরা সম্পত্তি নিয়ে উনি অনেক উল্টোপাল্টা বকেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি ক্ষমতা থাকলে উনি ওঁনার অভিযোগ প্রমাণ করে দেখান ৬. তাহলে ওঁকে আমি বাপের ব্যাটা বলে মানব, না হলে কাপুরুষ বলব ৭. তাঁতীপাড়ায় ১১ টি আসনেই আমরা বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হব, ক্ষমতা থাকলে আপনি ঠেকিয়ে দেখান ৮. পঞ্চায়েতের পর উনি আর বাংলায় থাকতে পারবেন না, বাংলায় এলে বাংলার মানুষ ওর পাতলুনটাও খুলে নেবে ৯. শুনলাম উনি ফের লাভপুরে আসছেন, ওখানে অনেক পাগলা কুকুর রয়েছে, কামড়ালে তার দায় আমরা নেব না ১০. ‘মূর্খ বাগাল’ (মুকুল রায়কে কটাক্ষ করে) যেন ভুলে না যান ওটা মনিরুলের এলাকা আপনার মতামত জানান -