এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যশের ক্ষতের মধ্যেই বর্ষার আগমনী, বন্যার হাত থেকে রাজ্যকে বাঁচাতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

যশের ক্ষতের মধ্যেই বর্ষার আগমনী, বন্যার হাত থেকে রাজ্যকে বাঁচাতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য রাজ্যের উপর তাণ্ডব চলেছে যশের। এখনো তার ক্ষত দূর হয়নি। আবার, এর মধ্যেই বর্ষার আগমন ঘটেছে। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষার আগমন না ঘটলেও, খুব দ্রুত তা ঘটতে চলেছে। দক্ষিণবঙ্গের নানা স্থানে শুরু হয়েছে প্রাক বর্ষার মরসুম। এই পরিস্থিতিতে বন্যার হাত থেকে রাজ্যকে বাঁচাতে আজ বিশেষ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি যশ বিধ্বস্ত রাজ্যের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল। আজ দক্ষিণ ২৪ পরগনার একাধিক যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন তাঁরা। আজ সন্দেশখালি, গোসাবা, ক্যানিং সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেছে কেন্দ্রের প্রতিনিধিদল। আগামীকাল পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা পরিদর্শন করতে চলেছেন তাঁরা। এই আবহে নবান্নে আজ একাধিক আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরাজ্যের উপকূলবর্তী একাধিক এলাকা এখনও জলের তলায় রয়েছে। বিশেষত সুন্দরবনের অধিবাসীরা তীব্র দুরাবস্থার মধ্যে রয়েছেন। বহু মানুষ এখনো ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সন্দেশখালি, সাগর, ক্যানিং, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায় এখনও রয়েছে বিস্তর জল। বহু কৃষিজমি চলে গেছে জলের তলায়। আর এর মধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এরমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হলে সমস্যা আরো বাড়বে।

বর্ষার কারণে জল বাড়লে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া আরো অসুবিধাজনক হয়ে পড়বে। যারা ত্রাণশিবিরে আছেন, তাদের ঘরে ফেরা আরও অনিশ্চিত হয়ে উঠবে, বাড়বে বিপদ। তাই, ত্রাণ শিবিরে থাকা মানুষদের কিভাবে দ্রুত ঘরে ফেরানো যায়? কিভাবে যশ বিধস্ত অঞ্চলগুলির দ্রুত ক্ষয়-ক্ষতি মেরামত করা যায়? সে বিষয়ে আজ নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!