এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে কে লড়াই করবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? উপযুক্ত প্রার্থী বাছাই নিয়ে চিন্তাভাবনা বিজেপির

ভবানীপুরে কে লড়াই করবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? উপযুক্ত প্রার্থী বাছাই নিয়ে চিন্তাভাবনা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষকে যিনি ২৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন। তবে, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর থেকে লড়াই করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে কে হবেন বিজেপির প্রার্থী? তা নিয়ে চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, ভবানীপুরের উপনির্বাচনে কংগ্রেস কোন প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তবে, বামের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে ভবানীপুরে। এবার ভবানীপুরে বিজেপির প্রার্থী কে হবেন? তা নিয়ে চিন্তাভাবনা চলছে রাজ্য বিজেপির। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল রুদ্রনীল ঘোষকে। বিজেপিতে সদ্য আসা রুদ্রনীল ঘোষকে এই কেন্দ্রে প্রার্থী করায় অনেকেই আপত্তি তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব এই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেন। নির্বাচনের আগে ভবানীপুরের মাটি আঁকড়ে পড়েছিলেন রুদ্রনীল ঘোষ। যদিও শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করা হয়নি। এবার দলের কিছু নেতা চাইছেন, ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করানো হোক তথাগত রায়কে। তবে তাঁর ঘনিষ্ঠ মহলে এ প্রসঙ্গে তথাগত রায় জানিয়েছেন যে, প্রথমবার যেহেতু তাঁকে প্রার্থী করা হয়নি। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর তিনি প্রার্থী হতে চান না। এদিকে, বিধানসভা নির্বাচনে দলে সদ্য আসা প্রার্থীরা সেভাবে সাফল্য পাননি। এ কারণে ভবানীপুরের রাজ্য নেতৃত্বকেই প্রার্থী ঠিক করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আবার, এই কেন্দ্র থেকে নির্বাচনে পরাজিত হলেও রুদ্রনীল ঘোষ এখনো পর্যন্ত ভবানীপুরে রয়েছেন, লড়াইও চালাচ্ছেন। এই কেন্দ্র থেকে থেকে তাঁকে প্রার্থী করা হবে কিনা? এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে, তিনি জানিয়েছেন, দল তাঁকে এ বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই তিনি করবেন। দলের নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন তিনি। প্রসঙ্গত, উপনির্বাচনে ভবানীপুরে রুদ্রনীল ঘোষকে প্রার্থী করার যেমন একটা সম্ভাবনা রয়েছে, আবার দলের পুরনো নেতাদেরও এই কেন্দ্রে প্রার্থী করার সম্ভাবনা বাড়ছে। তাই শেষ পর্যন্ত কাকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়? সে বিষয়ে কৌতুহল রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!