এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের গুরুদায়িত্ব পেতেই একেবারে তেড়েফুঁড়ে মাঠে নেমে পড়লেন হেভিওয়েট নেত্রী

দলের গুরুদায়িত্ব পেতেই একেবারে তেড়েফুঁড়ে মাঠে নেমে পড়লেন হেভিওয়েট নেত্রী

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি, কিন্তু তাঁর পরিশ্রম, নিষ্ঠা, দলের প্রতি আন্তরিকতাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই তাঁকে যুব তৃনমূলের সভানেত্রী করেছেন তিনি। এতদিন যে পদের দায়িত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবার এই দায়িত্ব পেয়েছেন তিনি। এরপর, গতকাল নিজেকে কিছুটা প্রস্তুত করলেন তিনি। এরপর আজ একেবারে মাঠে নেমে পড়লেন। দায়িত্ব নেওয়ার পর তৃণমূল ভবনে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নিলেন অভিনেত্রী সায়নী ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন পর্যন্ত যুব তৃণমূল সভাপতির পদের দায়িত্বে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, গত শনিবার দলের সাংগঠনিক রদবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া পদের দায়িত্বে এসেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আজ তৃণমূল ভবনে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নিলেন তিনি। দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। আবার জেলাস্তরের যুব সংগঠনের সঙ্গেও তিনি আলোচনায় বসতে চলেছেন।

তৃণমূল ভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন অভিনেত্রী সায়নী ঘোষ। গণমাধ্যমের সামনে তিনি জানালেন যে, ২০২৪ সালে লড়াই হবে না বড়োসড়ো খেলা হবে। অর্থাৎ, তাঁর বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, ২০২৪ সালের লোকসভা লড়াইয়ের প্রস্তুতি নিতে চলেছে দল। আর এই যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন তিনি। গণমাধ্যমের সামনে তিনি আরও জানিয়েছেন, বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। যুব সংগঠনের বহু ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে করোনা সংক্রমণ থাকার কারণে সকলের সঙ্গে তিনি এক সঙ্গে দেখা করতে পারছেন না। ধীরে ধীরে সকলের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। যুব শাখার রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে বসবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!