নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী বিভ্রাট নিয়ে এবার মুখ খুললেন লকেট রাজ্য January 10, 2018 হুগলিতে দলের একটি জনসভা থেকে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিভ্রাট নিয়ে মুখ খুললেন। তিনি এদিন বলেন যে বিজেপির কাছে কে প্রার্থী হলেন, সেটা বড় কথা নয়৷ তারাই আসল আর ভোটাররাই শেষকথা৷ নোয়াপাড়ায় নাম ঘোষণা হবার পরেও মঞ্জুদেবী বিজেপির প্রার্থী হতে চান নি ফলে অনেক সংবাদমাধ্যম বলেছিলো যে এতে বিজেপির মুখ পুড়েছে। এই নিয়েও এদিন সরব হন তিনি। তিনি দাবি করেছেন সংবামাধ্যমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশ দিয়েছিলেন তাই তারা এমন অপপ্রচার চালিয়েছে। তিনি এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে জানান মুখ পুড়েছে গণতন্ত্রের৷ সাথে মুখ পুড়েছে পশ্চিমবঙ্গবাসীর৷ প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে৷ অন্য কথা বলতে বাধ্য করা হচ্ছে। লকেট দেবী আরো বলেন যে ২০১১ সালে ক্ষমমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পূরণ করেনি।কটাক্ষ করে বলেছেন মহকুমায় শিল্প আনতে পারেন না৷ অথচ বাণিজ্য সম্মেলনের আগে বিশ্ব শব্দ বসিয়েছেন৷ আপনার মতামত জানান -