এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভার্চুয়াল সভার মাধ্যমেই তরুণ প্রজন্মের মত জেনে নিতে চাইছে তৃণমূল!

ভার্চুয়াল সভার মাধ্যমেই তরুণ প্রজন্মের মত জেনে নিতে চাইছে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে এবার একুশে জুলাইয়ের মত 28 শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ ধর্মতলায় অনুষ্ঠিত হচ্ছে না। ভার্চুয়াল সভার মাধ্যমে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক প্রচার শুরু হয়েছে। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। নব্য এবং তরুণ ভোটারদের নিজেদের দিকে নিয়ে আসতে প্রতিটি রাজনৈতিক তৎপরতা শুরু করেছে।

এই পরিস্থিতিতে বিজেপির পক্ষে যখন তরুণ ভোটাররা আগ্রহ প্রকাশ করছে, ঠিক তখনই এই ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার নবযৌবনের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন রয়েছে কিনা, তা দেখে নিতে চাইছে রাজ্যের শাসক দল।প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান নিচের দিকে নামছে। চাকরির পরীক্ষা দিয়েও বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের দিশা পাচ্ছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিরোধীরা যখন বিধানসভা নির্বাচনের আগে বেকারদের কর্মসংস্থানের দাবিতে নতুন করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে, ঠিক সেইসময় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেয়ার করে ছাত্রছাত্রীদের জনমত বুঝে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে বক্তব্য রাখবেন, ঠিক তখনই দ্রুত যাতে তার শেয়ার করা যায়, তার জন্য প্রতিটি ছাত্র নেতাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, এই ভিডিওতে ঠিক কেমন কমেন্ট পড়ছে, তাও দেখে নিতে চাইছে শাসকদল। বিশেষজ্ঞরা বলছেন, ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে করোনা পরিস্থিতিতে এই বক্তব্য প্রদান এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু বর্তমান যুবসমাজ অনেকটাই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল, ফলে তারা কোন রাজনৈতিক দলকে সবথেকে বেশি সমর্থন করছেন, তা বিভিন্ন রাজনৈতিক দলের এই ভার্চুয়াল মিটিং থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে।

তাই সেদিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যুবসমাজ কি ভাবছেন, সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের। ঠিক কত মাত্রায় এই বক্তব্যের ভিডিও শেয়ার হয় এবং কেমন কমেন্ট আসে, এখন তার দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!