এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় সিপিএম ফরওয়ার্ড ব্লক থেকে প্রায় একশর বেশি পরিবার যোগ দিল শাসক দল, তৃণমূলে।

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় সিপিএম ফরওয়ার্ড ব্লক থেকে প্রায় একশর বেশি পরিবার যোগ দিল শাসক দল, তৃণমূলে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  লালে লালময় ছিল একসময়ের পশ্চিমবাংলা। বাংলার উত্তর-দক্ষিণ সর্বত্রই দেখা মিলত লাল ঝাণ্ডার, কান পাতলেই শোনা যেত ‘লালে লাল লাল সেলাম’। একনাগাড়ে ৩৪ বছর ধরে রাজ্যে রাজত্ব করে বামফ্রন্ট সরকার। এই সরকারের মূল চালিকাশক্তি ছিল বামপন্থী দল সিপিএম। তারপর সময় বদলেছে।

গত ২০০৯ সালে একটা বিরাট ফাটল ধরে বাংলার লাল দুর্গে। এরপর গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল দলের কাছে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয় বাংলার লালবাহিনী। এরপর সময় যতই এগিয়ে গেছে ততোই ওই ক্ষয় ধরেছে বাংলার লাল দলে।

রাজনৈতিক ক্ষমতা দখল তো দূরের কথা। দলের অস্তিত্ব রক্ষা করা টাই যেন একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পূর্বের ক্ষমতাসীন দলটির কাছে। দিনকে দিন কমছে সিপিএম ও অন্যান্য বামপন্থী দলগুলো সদস্যসংখ্যা। সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি নিজেদের সদস্যসংখ্যা বাড়াতে তো পারছেই না, উল্টে দলে থাকা সদস্যদেরও ধরে রাখতে পারছেনা। বহু সদস্য নিজেদের বাম দল ত্যাগ করে তৃণমূল দলে নাম লিখিয়েছে এরপর। সম্প্রতি রাজ্যে বিজেপি শক্তিশালী হয়ে ওঠায় বামদলের বিপদ আরো অনেকটা বেড়েছে বলা যায়।

 

এর উপরে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে নিজেদের দলকে শক্তিশালী করার লক্ষ্যে অন্য দল থেকে সদস্য সংগ্রহের অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি। যার ফলে আরও সমস্যায় পড়েছে সিপিএম, ফরওয়ার্ড ব্লক দলগুলি। তাদের দলের বহু গুরুত্বপূর্ণ নেতাকর্মী, সদস্য দল ত্যাগ করে বিজেপি, তৃণমূল দলে যোগ দিতে শুরু করেছে। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া অঞ্চলে সিপিএম ফরওয়ার্ড ব্লক এর শতাধিক পরিবার যোগ দিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, উত্তর উত্তর দিনাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল এর নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থেকে প্রায় ১০০ পরিবার সিপিএম ও ফরওয়ার্ড ব্লক দল ত্যাগ করে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এর ফলে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের অন্দরে চললো যেন আনন্দের উৎসব।

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের নিকটবর্তী এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে চললো এই দলবদলের পালা ।এই ১০০ টি পরিবার থেকে ৫০০ এরও বেশি মানুষ এদিন যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের যোগদানকারী নবাগতদের হাতে তুলে দেয়া হলো তৃণমূল দলের পতাকা জেলা সভাপতি ও বিধায়ক এর নেতৃত্বে। এতজন একসঙ্গে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলে চললো খুশির উৎসব। পাঁচ শতাধিক নবাগত তৃণমূল কর্মী এদিন দলীয় পতাকা হাতে নিয়ে নিয়ে এক বিশেষ পথসভার আয়োজন করলেন।

রাজ্যের অনেকাংশে দুর্বল হয়ে যাওয়া বামেদের একটি শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল উত্তর দিনাজপুরের চাকুলিয়া অঞ্চলটি। কিন্তু বামের এই শক্ত ঘাঁটিতেই এতজন বাম সদস্যের এমন দলবদলের ফলে বামের শক্তিক্ষয় যথেষ্টই হল, আর লাভবান হলো তৃণমূল কংগ্রেস। আগামী বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর আগামী বিধানসভা নির্বাচনে এর একটি গুরুত্ব পূর্ণ প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!