এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গেরুয়া ঝড়কে সুনামিতে বদলে দিতে আবার রাজ্যে এলেন জে পি নাড্ডা

গেরুয়া ঝড়কে সুনামিতে বদলে দিতে আবার রাজ্যে এলেন জে পি নাড্ডা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপির কাছে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যকে গেরুয়া চাদরে মুড়ে দিতে প্রবলভাবে তৎপর হয়ে উঠেছে বিজেপি। একারণে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার আসছেন রাজ্যে। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসেছিলেন, আবার তিনি আসতে চলেছেন। রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঙালির আবেগ, অস্মিতাকে কাজে লাগিয়ে ভোটে বাজিমাত করতে কেন্দ্রের বেশ কিছু অনুষ্ঠান করা হচ্ছে বাংলাতে। এই আবহে আজ আবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

বস্তুত, কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন জে পি নাড্ডা। আজ আবার তিনি এসেছেন রাজ্যে। দিল্লীতে বসে রাজ্যের তৃণমূল সরকার উচ্ছেদের একের পর এক পরিকল্পনা তৈরি করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরবর্তীতে সেইসব পরিকল্পনাকে কার্যকর করতে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। আজ উত্তর দিনাজপুরে বিজেপির পরিবর্তন যাত্রা বা রথ যাত্রার সূচনা করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আবার আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গে বিজেপির নেতা কর্মীদের সতেজ ও উদ্দীপ্ত করতে পরামর্শ দিতে চলেছেন তিনি। এবারে তাঁর সফরের অন্যতম বিশিষ্টতা হলো, এবার তিনি রাজ্যের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্যের বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামীকাল, অর্থাৎ ২৫ সে ফেব্রুয়ারি রাজ্যের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন জে পি নাড্ডা। কলকাতা সায়েন্সসিটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশিষ্টজনদের বিজেপির পাশে পেতে এই বিশেষ প্রচেষ্টা। অন্যদিকে, আগামী ৭ ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে।

সেই সভায় উপস্থিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই জনসভায় লোক সমাগমের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কোন জেলা থেকে? কত সংখ্যক লোক নিয়ে যাওয়া হবে? সেই বিষয় নিয়ে দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করে তার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করে দিতে চলেছেন তিনি।

বস্তুত, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের একেবারে মূলোচ্ছেদ করতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা সময়ে নানা ব্যর্থতা ও অভিযোগ করা হয়েছে। যার মধ্যে আছে আম্ফান দুর্নীতি, চাল চুরি, করোনা সংক্রমণ কালে চিকিৎসা সামগ্রী কেনায় অর্থের গরমিল সহ নানা অভিযোগ। সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আগমন গেরুয়া শিবিরের হাতে আলাদা অস্ত্র তুলে দিয়েছে। সমস্ত কিছু নিয়ে তৃণমূল বিরোধী প্রচারে একেবারে আগুনে ঘি ঢেলেছে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!