এখন পড়ছেন
হোম > অন্যান্য > বক্ষ-বিভাজিকা প্রদর্শন নিয়ে কুরুচিকর আক্রমণ! সোনা মহাপাত্রের সপাটে জবাব চমকে দিল নেট জনতাকে

বক্ষ-বিভাজিকা প্রদর্শন নিয়ে কুরুচিকর আক্রমণ! সোনা মহাপাত্রের সপাটে জবাব চমকে দিল নেট জনতাকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- মেয়েদের শারীরিক অবস্থা নিয়ে অঙ্গভঙ্গি করার বা কটুক্তি করার ঘটনা সোশ্যাল মিডিয়ায় কম নয়। বস্তুত, সোশ্যাল মিডিয়ায় মেয়েদেরকে এরকম অনেক অপমান সহ্য করতে হয়। তবে সেসব জায়গায় যদি হয় কোন সেলিব্রিটি, তাহলে তো কথাই নেই। যেকোনো বিষয় নিয়েই তাকে অপমান করা যায় বলেই মনে করেন কিছু মানুষ।

বস্তুত কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াতের সম্পর্কে মন্তব্য করায় তাঁর বোনের সঙ্গে বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল গায়িকা সোনা মহাপাত্রকে। তবে বরাবরই স্পষ্টবাদী সোনা কড়া কথা শুনিয়েছিলেন তাঁকে। এবারও এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করা নিয়ে যোগ্য জবাব দিতে দেখা গেল এই গায়িকাকে।

সম্প্রতি যোগী নামের এক ব্যক্তি টুইটারে লেখেন যে, পুরুষদের সঙ্গে পাল্লা দেবার জন্য সমস্ত নারীবাদের বোধহয় বক্ষ বিভাজিকা দেখাতে হয়। আর এই প্রশ্নের উত্তরের অপেক্ষা না করেই সেই পোস্টটি গায়িকাকে ট্যাগ করে তিনি আরও লেখেন যে, গায়িকার কিছু কিছু সাক্ষাৎকার পড়ে ওই ব্যক্তির মনে হয়েছে তিনি বলিউড গ্যাংয়ের দলবাজির শিকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে তিনি নাকি সেই গ্যাঙে থাকার জন্যই অন্যদের মুগ্ধ করার চেষ্টা করে যান এমনটাও মন্তব্য করেন তিনি। আর গায়িকার এই বৈপরীত্যই নাকি ওই ব্যক্তির চোখে পড়েছে। তবে এই মন্তব্যের পর ছাড়ার পাত্রী নন তিনিও। স্পষ্ট জবাবে চার কথা শুনিয়ে দেন সকলকে।

এরপর স্পষ্ট জবাবে তিনি বলেন, অন্যদের সঙ্গে কথা বলার আগে নিজের মস্তিষ্কের বিভাজিকা সম্পর্কে সতর্কতা গ্রহণ করা দরকার ওই ব্যক্তির। তারপরেই কোন নারীবাদী বলিউড গ্যাংকে মুগ্ধ করার চেষ্টা গায়িকা করেছেন কি না, সেটা নিয়ে ভাববেন।

বস্তুত এটা প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় হেনস্থা হতে দেখা গেছে অভিনেত্রী শ্রাবন্তীকে। সেই সময় সামনে এসেছিল বাংলাদেশের এক ব্যক্তির অসভ্য ব্যবহারের কথা। অভিনেত্রী সেই নিয়ে সরব হয়েছিলেন সোশাল মিডিয়ায়।

বস্তুত, অভিনেত্রীদের কটুক্তি করা বা তাদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করা কিছু মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করেন অনেকে। আর এর থেকে মুক্তির উপায় হিসেবে সামনে এসেছে অনেক সম্ভাবনা। তবে তার মধ্যে একটি বিষয় নিয়ে আশার আলো দেখেছেন অনেকে। সেই কথায় অবিলম্বে এটা বন্ধ করার জন্য সোশ্যাল মিডিয়ায় আসুক কিছু আধুনিক ফিচার, এমনটাই দাবী করতে দেখা গেছে কিছু মানুষকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!